E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্যা দুর্গতদের মাঝে গোবিন্দগঞ্জ সমিতির অস্থায়ী মেডিকেল ক্যাম্প

২০১৭ আগস্ট ২৮ ১৭:৫৪:২৩
বন্যা দুর্গতদের মাঝে গোবিন্দগঞ্জ সমিতির অস্থায়ী মেডিকেল ক্যাম্প

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে অস্থায়ী মেডিকেলক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতি।

গোবিন্দগঞ্জ সমিতির আয়োজনে উপজেলার দরবস্ত ইউনিয়নের বশুবাড়ী এলাকায় আজ (সোমবার) সকালে বন্যার্ত মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

৭০০জন বন্যা দুর্গতের মাঝে বিভিন্ন রোগের ওষুধ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ব্লিচিংপাউটার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেডিকেল ক্যাম্প পরিচালনা কমিটির প্রধান সমিতির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সৌরভ কুমার সাহা, সদস্য মোস্তফা কামাল সুমন, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু খালিদ বিপ্লব প্রমুখ।

উল্লেখ্য, ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতি উপজেলার দুর্যোগে সহায়তার জন্য শাহরিয়ার খসরু লাবলু যুগ্ম আহবায়ক আল আমিন সরকারকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট্য সহায়তা কমিটি গঠন করে। এই কমিটির সহযোগিতায় গোবিন্দগঞ্জের বিশুবাড়ীতে প্রথম দিনের মত অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

(এসআরডি/এসপি/আগস্ট ২৮, ২০১৭)



পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test