Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

পাংশায় সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

২০১৭ আগস্ট ২৮ ১৮:৫৬:৪৪
পাংশায় সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের নির্মানাধীন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে ভিত্তি প্রস্তর নাম ফলক উন্মোচন করেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।

এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আলমগীর বাদশাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, অত্যাধুনিক সুবিধা ও আধুনিক ফিটিংসসহ ৬তলা ফাউন্ডেশন ভবনের ৪র্থতলা পর্যন্ত এবং একতল বিশিষ্ট হলরুম নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পসমূহের অন্যতম এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৪২ লাখ টাকা।

(এমএইচ/এএস/আগস্ট ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test