E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

২০১৭ আগস্ট ২৯ ১৮:১৩:০৩
গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে খাদ্য ত্রাণ সামগ্রী ও গবাদি পশুর জন্য গো-খাদ্য বিতরণ করা হয়। এই কর্মসূচীর আওতায় সদর উপজেলার কামারজানি, সাঘাটার হলদিয়া, ঘুড়িদহ, ফুলছড়ির গজারিয়া, ফুলছড়ি, ফজলুপুর, উড়িয়া ও এরেন্ডবাড়ি ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ১ কেজি সুজি, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও ১০টি খাওয়ার স্যালাইন। এসব ত্রাণ সামগ্রী ওইসব এলাকার মোট ২ হাজার ৭১১টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া গবাদি পশুর জন্য ১ হাজার ১শ’ পরিবারের মধ্যে গো-খাদ্য সরবরাহ করা হয়।

এ কর্মসূচীর আওতায় প্রত্যেককে পরিবারকে ১০ কেজি করে গো-খাদ্যের প্যাকেট সরবরাহ করা হয়। গত চারদিন ধরে স্থানীয় রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার ফুলছড়ি উপজেলার ফজলুপুর, উড়িয়া ও এরেন্ডাবাড়ি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির গাইবান্ধা চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, রেড ক্রিসেন্ট প্রতিনিধি সিরাজুল ইসলাম মোল্লা, তুহিন সমাদ্দার, গোলাম মোস্তফা প্রমুখ।

(এইচআইবি/এএস/আগস্ট ২৯, ২০১৭)



পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test