E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

২০১৭ আগস্ট ২৯ ১৮:২২:৪৩
মৌলভীবাজারে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে মনু নদী প্রকল্পের অর্ন্তভুক্ত জলাবদ্ধতা নিরসনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে মনু প্রকল্প ও হাওড় রক্ষা সংগ্রাম পরিষদ জেলা শাখা। মঙ্গলবার সকালে জেলা প্রসাশক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মৌলভীবাজার জেলার চলমান বর্ষা মৌসুমে (এপ্রিল থেকে) প্রকল্প এলাকার জলাবন্ধতা গত ১২ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। প্রকল্প এলাকাধীন ৮টি ইউনিয়নের ৭০ % জনবসতি এখন জলমগ্ন। এলাকার সিংহভাগ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, বিস্তীর্ণ মাঠব্যাপি ধানের কোন অস্তিত্ব নেই, গরু ছাগলের ঠিকানা হয়ে উঠেছে রাস্তাঘাট ও বৃক্ষতলায়। মনু প্রকল্পের মূল সমস্যা হচ্ছে পানি নিষ্কাশন, অপরিকল্পিত ভাবে কাশিমপুর পাস্প হাউস স্থাপন করায় প্রকল্পের সূচনাকাল থেকেই জলাবদ্ধতার প্রকোপ লেগে আছে। পাম্প মেশিন গুলোর কর্মক্ষমতা হ্রাস পাওয়ায় জলাবদ্ধতা লেগেই থাকে। গত ২০১৫-২০১৬ অর্থ বছরে পাম্প হাউস সংস্কার অথবা পুনঃস্থাপনের জন্য ৮০ কোটি টাকা বরাদ্ধ দেয়া হলেও তা কাজে আসবেনা। নতুন করে আরেকটি পাম্প হাইস স্থাপন করতে হবে। কুশিয়ারা জল প্রবাহ উর্দ্ধমুখী থাকায় পাম্প হাইসের ওয়াটার গেইট খুলে দিয়ে পানি নিষ্কাশনের পথও রুদ্ধ হয়ে আছে। গত বৈশাখের আগাম ঢলে হাওড়াঞ্চলের ইরি বোরো ধান নষ্ট হওয়ার প্রেক্ষাপটে কৃষক মহলের শেষ ভরসা রোপা আমন চাষাবাদ জলাবন্ধতার কারণে আশার গুড়ে বালি উঠেছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম স্মারকলিপি গ্রহন করে বলেন- মৌলভীবাজারে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরে একজন পানি বিশেষজ্ঞ আসার জন্য অনুরোধ পাঠিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন- মনু প্রকল্প ও হাওড় রক্ষা সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইশবাল আহমদ, সমন্ময়কারী ও বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট সরওয়ার আহমদ, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান নুকুল দাশ, জেলা আওয়ামীলিগের সহ-সভাপতি মোঃ ফিরুজ, সাংবাদিক বকশি মিছবাউর রহমান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মশাহিদ আহমদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, জাতীয়পার্টির নেতা মাহমুদুর রহমান প্রমুখ।

(একে/এএস/আগস্ট ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test