E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ গ্রেফতার ৮

২০১৭ আগস্ট ৩০ ০৯:৪০:৩৮
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ গ্রেফতার ৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আটজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি তারা ডাকাত দলের সদস্য।

মঙ্গলবার রাতে সদর উপজেলার হিজলগাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নাইম এমএম পিস্তল, ১০০ গ্রাম গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-ঝিনাইদহ জেলার মহামায়া গ্রামের আজিবর আলীর ছেলে কোরবান আলী (৩০), তার সহদর লোকমান আলী (২৪), একই গ্রামের মৃত জামায়াত আলীর ছেলে তরিকুল ইসলাম (৩২), একই জেলার কোটচাঁদপুরের রুদ্রপুর গ্রামের আফজাল মণ্ডলের ছেলে লাল চাঁদ (২৮), আশাদুল ইসলামের ছেলে সোহানুর রহমান (২৫), কলম আলীর ছেলে আজিজুল ইসলাম (২৭), ঝিনাইদাহ জেলা সদরের গোপালপুর গ্রামের মৃত এলেম মণ্ডলের ছেলে আবু বকর সিদ্দিক (২৪) ও লালমনিরহাট জেলার ভাটিবাড়ি গ্রামের জামিনুর রহমানের ছেলে শহিদুল ইসলাম সবুজ (২৫)।

পুলিশ জানায়, গত রাতে জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে ডাকাত সদস্যদের গোলাগুলি হয়। এরপরই ডাকাত সদস্যদের গ্রেফতারে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। অভিযানের এক পর্যায়ে রাতে সদর উপজেলার হিজলগাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নাইম এমএম পিস্তল, ১০০ গ্রাম গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম।

রাতেই সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন দাবি করেন, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি করে আসছে। এদের মধ্যে দলনেতা কোরবানসহ তিনজনের নামে আগেও ডাকাতির মামলা রয়েছে।

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test