E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে এখনো জমে উঠেনি কোরবানীর পশুর হাট

২০১৭ আগস্ট ৩০ ১৪:৪২:০০
মৌলভীবাজারে এখনো জমে উঠেনি কোরবানীর পশুর হাট

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আর মাত্র দুদিন পরেই দেশব্যাপী একযোগে  শুরু হবে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর পবিত্র ঈদুল আজহার অতিগুরুত্বপূর্ণ বিষয় হলো ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সামর্থ্যনুযায়ী সুস্থসবল পশু কোরবানী দেয়া । প্রবাসী অধ্যুসিত মৌলভীবাজার জেলা সদরের সবকটি কোরবানীর পশুর হাট ঘুরে দেখা গেছে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমানে গরু, মহিষ, খাসিসহ কোরবানীর পশু প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে ধীরে ধীরে নিজেদের পছন্দমতো পশু কোরবানী দিতে সাচ্ছন্দে ক্রয়ের উদ্দেশে হাটমুখী হচ্ছেন ক্রেতারা।

মৌলভীবাজারে পৌরসভা পরিচালিত সবচেয়ে বড় পশুর হাট বসেছে শহরের এম সাইফুর রহমান স্টেডিয়ামের পার্শে। বুধবার সরেজমিনে পৌরসভা পরিচালিত জেলা সদরের সবচেয়ে বড় এই পশুর হাট ঘুরে দেখা যায়, অন্যান্য বছর এই সময়ে ক্রেতা/বিক্রেতার পদচারনায় মুখর থাকলেও হাট চালু হওয়ার ৪দিন পেড়িয়ে গেলেও এখনো জমে উঠেনি এই হাট। আর পর্যাপ্ত পরিমানে পশুও আসেনি এখন পর্যন্ত এই হাটে। এ নিয়ে হাট ইজারাদার ও ক্রেতা/ বিক্রেতারা রয়েছেন অনেক দুঃশ্চিন্তায় । হাটে যেমন পর্যাপ্ত পশু নেই তেমন ক্রেতার আনাগোনা অনেক কম।

মৌলভীবাজার পৌরসভা পরিচালিত হাট এর ইজারাদার ও সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ জানান, এবছর কোরবানীর হাট এখনো জমে উঠেনি পশুও তেমন উঠেনি, পাশাপাশি হাটে ক্রেতা/বিক্রেতার উপস্থিতিও অন্যান্য বছরের তুলনায় অনেক কম। তিনি বলেন এখন পর্যন্ত মাত্র শখানেক কোরবানীর পশু হাটে উঠেছে, এ অবস্থায় আমরা হাট এর ইজারা নিয়ে অনেক দুঃশ্চিন্তায় আছি কারণ, হাটে যেমন পর্যাপ্ত পশু নেই তেমন ক্রেতারও উপস্থিতি অনেক কম । হাট পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মুহিত আলী জানান, হাটে প্রয়োজনের তোলনায় কম পশু উঠলেও এই হাটে বর্তমানে প্রায় সর্বোচ্চ সাড়ে তিন লক্ষ টাকা দামের মহিষ দেখা গেছে।

অপর দিকে জেলা সদরের বিভিন্ন ইউনিয়নের হাট সমূহে সদর উপজেলা পরিষদ পরিচালিত ১১টি হাটেও একই দৃশ্য দেখা গেছে। এসব হাটে প্রবাসী সহ গ্রামের ধর্নাঢ্য ব্যক্তি থেকে শুরু করে নানান শ্রেণী পেশার মানুষেরা সাচ্ছন্দে পশু কোরবানী দেয়ার জন্য পশু ক্রয়ের উদ্দেশে অন্যান্য বছর সাপ্তাহখানিক পুর্বে আসলেও এবছর তাদের উপস্থিতি একটু কম, আর পশুও পর্যাপ্ত আসেনি এসব হাটে।

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) জানান, সাধারণ মানুষের মধ্যে এখনো প্রকৃত ঈদের আমেজ দৃশ্যমান দেখা যাচ্ছেনা, বন্যার কারণে মানুষ অনেক কষ্টে ঈদ উদযাপন করবে। তিনি জানান, জেলা সদরের সবগুলো কোরবানীর পশুর হাটগুলোতে এখন পর্যন্ত ক্রেতা/বিক্রেতা তেমন দেখা যাচ্ছেনা। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ পরিচালিত হাটগুলো হচ্ছে, চাদনীঘাট পশুর হাট, সরকার বাজার, কামালপুর বাজার, আখাইলকুড়া ইউনিয়নের নতন ব্রীজ বাজার, থানা বাজার, দিঘিরপাড় বাজার, কাগাবালা বাজার, ১২ নং গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজারের পাশে শাহ গাজী মাজার সংলগ্ন পশুর হাট, দক্ষিন পৈলভাগ হাট, বাড়ন্তী বাজার ও নোয়াগাঁও হাট।

তবে এসব হাটের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী পশুর হাট হলো সরকার বাজার ও দিঘিরপাড় বাজারে অবস্থিত পশুর হাট। এসব হাটে দেশী-বিদেশী কোরবানীর পশু যেমন উঠে, তেমন ক্রেতা আনাগোনাও অনেক বেশি। অন্যদিকে এসব হাটের বিক্রেতার জানান, এখনো হাটে ক্রেতা না আসলেও আমরা আসাবাদি অন্তত শেষ বেলায় ক্রেতা উপস্থিতি বাড়বে । তারা বলেন, আমরা আসা করছি কোরবানীর আগের শেষ দু’দিন অন্তত ক্রেতা/বিক্রেতার ব্যাপক উপস্থিতিতে বাজার জমে উঠবে।

(একে/এএস/আগস্ট ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test