E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় রাতে ১৫ টন রড চুরি, দুপুরে উদ্ধার

২০১৭ আগস্ট ৩০ ১৮:১১:৫৩
কুমিল্লায় রাতে ১৫ টন রড চুরি, দুপুরে উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লা মহানগরীর কাপ্তান বাজার মাজার সংলগ্ন এলাকায় অবস্থিত মেসার্স নাসির উদ্দিন নাজিম রড ও সিমেন্টের দোকান থেকে গত মঙ্গলবার রাতে অভিনব কায়দায় তালা ভেঙ্গে একদল দুবৃর্ত্ত ১৫ টন রড চুরি করে নিয়ে যায়।

এদিকে গতকাল (বুধবার) দুপুরে অভিযান চালিয়ে বিষ্ণুপুর ভাটপাড়া এলাকার ভাই ভাই ভিলা থেকে চুরিকৃত রডগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত ট্রাক ও ট্রাকের চালকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- ট্রাকচালক জুয়েল মিয়া এবং তার সহযোগী তপন ও ফয়েজ আলী।

জানা যায়, কুমিল্লা মহানগরীর কাপ্তান বাজার মাজার সংলগ্ন এলাকায় নাসির উদ্দিন নাজিম দীর্ঘদিন ধরে রড ও সিমেন্টএর ব্যবসা করে আসছেন। এদিকে মঙ্গলবার রাতে দোকানে তালা লাগিয়ে যাওয়ার পর বুধবার সকালে দোকান খুলে ৮ লাখ টাকার মূল্যমানের রড খুঁজে না পেয়ে দ্রুত বিষয়টি কোতয়ালী থানায় লিখিতভাবে অভিযোগ করেন ব্যবসায়ী নাজিম।

এ অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম মিয়ার নেতৃত্বে এসআই নাজমুল সহ একদল পুলিশ ফোর্স বিষ্ণুপুর ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভাই ভাই ভিলা থেকে চুরি হওয়া ১৫ টন রড উদ্ধার করেন। এসময় ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।

এ বিষয়ে কোতয়ালী থানায় অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া জানান, মঙ্গলবার রাতে রডগুলো চুরির পর দুপুরে বিষ্ণুপুর এলাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। রডের মালিকের অভিযোগের প্রেক্ষিতে ভাটপাড়া ভাই ভাই ভিলা থেকে রডগুলো উদ্ধার করা হয়। ট্রাকসহ ঘটনার সাথে জড়িত তিনজন আসামিকে আটক করা হয়। যে বাড়ি থেকে রডগুলো উদ্ধার করা হয়েছে সেটাতে তালা লাগিয়ে দেয়া হয়েছে।


(এইচকেজি/এসপি/আগস্ট ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test