E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

২০১৭ আগস্ট ৩১ ২০:০২:৩৩
মৌলভীবাজারে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

উজান থেকে আসা পানি ,পাহাড়ী ঢল আর অতি বৃষ্টির কারনে জেলার বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে তলিয়ে যায়। বন্ধ হয়ে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম। এরপর থেকে বন্যায় আক্রান্তদের সাহায্যে এগিয়ে আসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ। এরই ধারাবাহিকতায় এবার বন্যায় আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর একটি প্রতিনিধি দল জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় আক্রান্তদের মাঝে ত্রান কার্যক্রমে অংশগ্রহনের জন্য সড়ক পথে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবি সমিতির কার্যালয়ে উপস্থিত হলে তাদের স্বাগত জানান, আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রনজিৎ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান সহ সিনিয়র আইনজীবিরা। এসময় দেশের বিভিন্ন জনপদে বন্যায় আক্রান্ত অসহায় বানবাসীদের জন্য ত্রান কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসেসিয়েশনের তৎপতার বিষয়ে অবহিত করতে সেখানে সংক্ষিপ্ত মতবিনিময় করেন ঢাকা থেকে আসা প্রতিনিধিরা। প্রতিনিধি দলের নেতৃত্ত্ব দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট আবেদ রাজা । বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচিত সদস্য এডভোকেট আয়েশা আক্তার। মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এডভোকেট আনোয়ার আখতার চৌধুরী শিউলী, এডভোকেট কামরেল আহমেদ চৌধুরী, বিএনপি নেতা এম,এ মজিদ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে সকাল সাড়ে দশটার দিকে প্রতিনিধি দলের সদস্যরা সদর উপজেলার একাটুনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় আক্রান্ত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করেন। একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ইউনিয়নের সম্মেলন কক্ষে বন্যায় আক্রান্তদের মাঝে চাল,ভোজ্য তৈল,চিনি,আলু সেমাই সহ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানেও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট আবেদ রাজা, এডভোকেট আয়েশা আক্তার ও জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান।

দুপুর বারোটার দিকে রাজনগর উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ফতেহপুরে ত্রাণ বিতরণ করা হয়।

ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান ও চ্যানেল এস ইউ,কে এর ব্যবস্থাপনা পরিচালক নকুল দাশ এর সভাপতিত্বে ইউনিয়ন কার্যালেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর প্রতিনিধি দলের উপস্থিতিতে বানবাসী অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়।

(একে/এএস/আগস্ট ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test