E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে বোমা বিস্ফোরণ, আহত ২

২০১৭ সেপ্টেম্বর ০১ ১০:২৯:৪৬
নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে বোমা বিস্ফোরণ, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব (কবরস্থান রোড) এলাকায় ‘কুমিল্লা হাউস’ নামে নির্মাণাধীন একটি ভবনে বোমা বিস্ফোরণে ধসে গেছে দেয়ালের একাংশ। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার ভোরে ঘটে এ ঘটনা। বর্তমানে ওই বাড়িটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আহতরা হলেন, ইব্রাহীম মিয়া (২৫) ও আয়নাল হক (৩০)। তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আবুল খায়ের নামে এক কুয়েত প্রবাসী বেশ কয়েক বছর আগে বরাব (কবরস্থান রোড) এলাকায় জমি কিনে ওই বাড়ি নির্মাণ শুরু করেন। ওই বাড়িতে আবুল খায়ের তার স্ত্রী ছেলে ইব্রাহীম মিয়া ও শ্যালক আয়নাল হক বসবাস করেন।

দ্বিতীয় তলার দুটি ইউনিট রয়েছে। এক ইউনিটে আবুল খায়ের ও তার স্ত্রী থাকেন। অপর ইউনিটে থাকেন ইব্রাহীম ও আয়নাল হক।

শুক্রবার ভোরে বাড়িটির দ্বিতীয় তলায় হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ওই বিল্ডিংয়ের এক পাশের দেয়াল ভেঙে গুঁড়িয়ে যায়। এ সময় সেখানে থাকা ইব্রাহীম ও আয়নাল গুরুতর আহত হন।

ওই ভবনে বোমা বিস্ফোরণ হয়েছে বলে ধারণা পুলিশের। বর্তমানে বাড়ির মালিক আবুল খায়েরকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া এটি জঙ্গি তৎপরতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই বাড়িটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test