E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহর পৌরসভার উপনির্বাচনে দুলাল বিজয়ী

২০১৪ জুন ২৮ ২১:০১:৫৭
চাটমোহর পৌরসভার উপনির্বাচনে দুলাল বিজয়ী

চাটমোহর প্রতিনিধি : শনিবার পাবনার চাটমোহর পৌরসভার দুইটি পদের উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত যুগ্ম সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল মেয়র এবং উপজেলা মহিলাদল নেত্রী ইয়াসমিন আরা বুড়ি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম সন্ধ্যা ৬টায় ওই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে মির্জা রেজাউল করিম দুলাল তার আনারস প্রতিকে ৩ হাজার ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মান্নান (কাপ-পিরিচ) পেয়েছেন ২ হাজার ৭৬৯ ভোট।

এ ছাড়া অপর তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক (তালা) পেয়েছেন ৪৫০ ভোট, স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সদস্য তারা মিয়া (দোয়াত-কলম) পেয়েছেন ১৪১ ভোট এবং ছাত্রদল নেতা মনির উদ্দিন মনি (চশমা) পেয়েছেন ৫৯ ভোট।

অপরদিকে সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে উপজেলা মহিলাদলের সহসভাপতি ইয়াসমিন আরা বুড়ি (কলস) ১ হাজার ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের নেত্রী পিয়ানুর বিশ্বাস (টিউবওয়েল) পেয়েছেন ১ হাজার ১৫৫ ভোট।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা উপজেলা চেয়ারম্যান এবং ১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে পদ দুইটি শূন্য হয়। গত ১০ জুন এই দুইটি পদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

(ওএস/এস/জুন ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test