E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় আইনজীবীদের মানববন্ধন

২০১৭ সেপ্টেম্বর ০৬ ১৮:৫৩:০৩
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। বুধবার সকাল সাড়ে ১০টায়  জেলা আইনজীবী সমিতির সামনে শহীদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।  এ সময় বক্তারা বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষন করে বলেন মিয়ানমারে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে নারী নির্যাতন , নারী ধর্ষন এবং পুরুষ সদস্যদের করাত দিয়ে কেটে, জবাই করে ও গুলি করে হত্যার মতো ঘটনা ঘটছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে সেদেশের সরকারি বাহিনীর সদস্যরা। এরই মধ্যে তাদের নির্যাতনের মুখে প্রাণ রক্ষায় বাংলাদেশে পালিয়ে এসেছে লক্ষাধিক রোহিঙ্গা নারী শিশু ও পুরুষ সদস্যরা।

বক্তারা নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করার দাবি জানান। একইসাথে মায়ানমারের রাষ্ট্রনায়ক সু চী’র নীরব থাকার কারণে তার শান্তির জন্য পাওয়া নোবেল ফিরিয়ে নেওয়ার আহবান জানানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড.ওসমান গনি, সাবেক সভাপতি অ্যাড. আবুল হোসেন (২),অ্যাড. আব্দুল মজিদ(২), সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুছ আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ ইফতেখার আলি, অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাড. ফাহিমুল হক কিসলু , অতিরিক্ত পিপি অ্যাড. আজহারুল ইসলাম , অতিরিক্ত পিপি অ্যাড. মিজানুর রহমান,অ্যাড. তামিম আহম্মেদ সোহাগ, অ্যাড. অ্যাড. তৌহিদুর রহান শাহীন, অ্যাড. হাবিব ফেরদৌস শিমুল প্রমুখ।

(আরকে/এএস/০৬ সেপ্টেম্বর, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test