E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুতুপালং ক্যাম্পে তুরস্কের ফার্স্টলেডি

২০১৭ সেপ্টেম্বর ০৭ ১৪:১৯:০৫
কুতুপালং ক্যাম্পে তুরস্কের ফার্স্টলেডি

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পৌঁছেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। বৃহস্পতিবার দুপুর দেড়টায় তিনি কুতুপালং ক্যাম্পে প্রবেশ করেন।

সেখানে অবস্থানরত আহত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন তুর্কি ফার্স্ট লেডি। পরে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তাও দেবেন তিনি।

তার সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলুকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ৬০ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।

মিয়ানমারে চলমান সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকায় পৌঁছান তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান।

তার সঙ্গে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলুকে। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test