E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ প্রতিযোগিতায় হাফিজুরের দল প্রথম

২০১৭ সেপ্টেম্বর ০৭ ১৯:১৫:২৭
ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ প্রতিযোগিতায় হাফিজুরের দল প্রথম


রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার নরুন্দির ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা। দুদিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে সদর উপজেলার মানিকারচরের হাফিজুরের দল প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে তুলশিরচরের কবির হোসেনের দল। প্রতিযোগিতায় জামালপুর সদর উপজেলার ৭টি দল অংশ নেয়।

ঈদে মানুষকে বাড়তি আনন্দ দেয়ার জন্য এ নৌকাবাইচের আয়োজন করে নরুন্দির যুবসমাজ। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে ব্রহ্মপুত্র নদের দু পাড়ে সমাগম ঘটে হাজার হাজার নারী-পুরুষসহ সব বয়সী মানুষজনদের। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখে খুশি স্থানীয়রা। তারা এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে আয়োজকদের প্রতি আহবান জানান। আয়োজকরাও জবাবে বলেন, বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বাংলার সংস্কৃতিকে প্রজন্মান্তরে লালন করতেই তাদের এই উদ্যোগ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন শিল্পপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা, আয়োজকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(আরআর/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test