E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র স্পীড বোর্ডের পাখার ধাক্কায় ছয়টি গরুর মৃত্যু

২০১৭ সেপ্টেম্বর ০৮ ১৯:৪৮:৫২
সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র স্পীড বোর্ডের পাখার ধাক্কায় ছয়টি গরুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের শাঁখরা কোমরপুর বিওপি ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে একটি বিশেষ খাটালে ভারতীয় গরু তুলে দেওয়ার সুবিধা দিতে স্পীড বোর্ডের পাখা দিয়ে ছয়টি গরু মেরে ফেলার অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে দু’ টোর দিকে সাতক্ষীরা সীমান্তের শাঁখরা ভাঙার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সীমান্তের পদ্ম শাঁখরা এলাকার বাসিন্দারা জানান, পদ্ম শাঁখরা বিওপি ক্যাম্পটি বিজিবি’র সাতক্ষীরা ৩৪ ব্যটালিয়নের আওতাধীন। এ বিওপি ক্যাম্পের আওতায় রয়েছে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের খাটাল বিট। এখানে শতাধিক বেকার যুবক গরু রাখা, পরিবহন, বিক্রি ও করিডর করার কাজে নিয়োজিত। অপর দিকে নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের আওতায় শাঁখরা কোমরপুর এলাকায় রয়েছে ইউপি সদস্য আব্দুল আলিমের খাটাল বিট। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাগুণ্ডি এলাকার একটি মসজিদ সংলগ্ন ইটভাটা থেকে ভারতীয়রা এসব খাটালে গরু ও মহিষ পাঠিয়ে থাকে। শুধুমাত্র জোয়ারের সময় শহীদুল ইসলামের খাটালে গরু ওঠে। জোয়ার ও ভাটা উভয় সময়ে আব্দুল আলীমের খাটালে গরু ওঠে। এ নিয়ে খাটাল ব্যবসায় আব্দুল আলিম সুবিধাজনক অবস্থানে। তবে এ খাটাল নিয়ে রয়েছে উভয় খাটাল মালিকের মধ্যে বিরোধ।

পদ্মশাঁখরা এলাকায় শহীদুল ইসলামের মালিকানাধীন বিট খাটালের পরিচালনাকারি আসাদুল হক, মন্টু ইসলাম, আব্দুল গফুর, জাহিদুল ইসলাম, গোলাম সরোয়ার খোকন ও আশিকুর রহমান জানান, বৃহষ্পতিবার রাত ১০টায় ইছামতী নদীতে জোয়ার শুরু হয়। জোয়ার শুরুর কিছুক্ষণ পর ভারতীয় মালিকরা পদ্ম শাঁখরা ও শাঁখরা কোমরপুর দ’ুটি খাটালের জন্য ৩৫০টি গরু ও মহিষ ইছামতী নদীতে ভাসিয়ে দিয়ে রাখাল দিয়ে তাড়িয়ে বাংলাদেশ সীমান্তমুখী করে দেয়।

রাত ১২টার দিকে জোয়ারের টানে তাদের খাটালের পার্শ্ববর্তী নদীর চরে কিছু গরু ও মহিষ উঠতে শুরু করে। এ সময় গরু ও মহিষের গতিবিধি শাঁখরা কোমরপুর বিওপি ক্যাম্পের দিকে অবস্থান করা খাটালের দিকে ফেরানোর জন্য নায়েক শুশীলের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভাঙার মোড়ের পার্শ্ববর্তী মাজেদ ও আব্দুল আজিজের বাড়ির সামনে থেকে স্পীড বোর্ড নিয়ে দ্রুত গতিতে নদী আড়াআড়ি টহল শুরু করে। স্পীড বোর্ডের কারণে গরু ও মহিষ গতিপথ পরিবর্তন করায় তারা প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে নায়েক শুশিল তাদেরকে লক্ষ্য করে রাইফেল তাক করে গুলি করার হুমকি দেন। বিষয়টি নিয়ে তারা পদ্ম শাঁখরা বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার নিজামউদ্দিনকে অবহিত করেন।

এ অবস্থায় হায়দার আলী কিছুক্ষণ স্পীড বোর্ড চালানোয় ছয়টি গরু বোর্ডের পাখার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে নদীতে মারা যায়। যা শুক্রবার ভোরে তাদের পারের নদী চরে পড়ে থাকতে দেখেন তারা। সূর্য ওঠার পরপরই ঋষি সম্প্রদায়ের লোকজন ওইসব গরুর চামড়া খুলে নিয়ে যায়। ছয়টি গরুর মৃত্যুর কারণে ভারতীয় ব্যবসায়িরা কমপক্ষে ছয় লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। শুক্রবার ভোর পর্যন্ত তাদের খাটালে আটটি মহিষ ও ৮০টি গরু ওঠে।

তারা অভিযোগ করে বলেন, ভারতীয় গরু যে খাটালেই উঠুক না কেন সরকার একই করিডর ফি পাবে। অথচ শাঁখরা বিওপি ক্যাম্পের নায়েক সুশীল কুমার ওই গরু বিশেষ খাটালে তোলার পরিবেশ তৈরি করে দিতে স্পীড বোর্ড নিয়ে ইছামতী নদীতে বিক্ষিপ্তভাবে টহল দিয়েছেন। এটা তাদেরকে হতাশ করেছে। পরিকল্পিতভাবে তাদের খাটাল এভাবে দীর্ঘদিন গরু শুন্য রাখলে শতাধিক শ্রমিক- কর্মচারি ছাড়াও ব্যবসায়িদের মাথায় হাত উঠবে বলে আশঙ্কা করছেন তারা। বিষয়টি তারা বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার মোঃ হায়দার আলী জানান, তিনি বিজিবি’র স্পীড বোর্ডের পাখার আঘাতে ছয়টি গরুর মৃত্যুর বিষয়টি সকালেই শুনেছেন। বিষয়টি নিয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে শাঁখরা কোমরপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হাই এর সঙ্গে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ০১৭২৮-৯৬৯২২৭ নম্বর মোবাইল ফোনে কথা বললে তিনি এটি টাউন শ্রীপুর ক্যাম্পের নাম্বার বলে জানান। তবে শাঁখরা কোমরপুর ক্যাম্পের ০১৭৬৯-৬১৪১৩৭ সরকারি নম্বরটি রিসিভ করেননি কেউ।

শুক্রবার বিকেল ৬টার দিকে জানতে চাইলে বিজিবি’র খুলনা সেক্টর কমাণ্ডার কর্ণেল অহিদুর রহমান এ প্রতিনিধিকে বলেন, পদ্ম শাঁখরা- কোমরপুর সীমান্তের ইছামতী নদীতে বিজিবি’র স্পীড বোর্ডের পাখার আঘাতে গরুর মৃত্যু নিয়ে তিনি কোন মন্তব্য করবেন না। তবে তাদের কোন কর্মকর্তা বা সদস্য অপরাধ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।

(আরকে/এএস/০৮ সেপ্টেম্বর, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test