E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘নির্যাতিত রোহিঙ্গাদের পাশে আমরা আছি’

২০১৭ সেপ্টেম্বর ০৯ ১৬:৩১:২২
‘নির্যাতিত রোহিঙ্গাদের পাশে আমরা আছি’

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কক্সবাজার এবং উখিয়াসহ ওই অঞ্চলের রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, এই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপির নাম শোনা যাচ্ছে। এই অপতৎপরতা বন্ধ করতে হবে। বিএনপি আজ নোংরা খেলায় মেতে উঠেছে। তারা মিয়ানমার বা অত্যাচারীর বিরুদ্ধে কথা বলে না। তারা সরকারের বিরুদ্ধে কথা বলে।

শনিবার তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

আমরা ইতিহাসের কঠিনতম সময় অতিক্রম করছি জানিয়ে সেতুমন্ত্রী বলেন, হাওর, উপকূল এলাকার জলোচ্ছ্বাস এবং বন্যার ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে উঠতে না উঠতেই মিয়ানমারের তিন লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীদের সামাল দিতে হচ্ছে। আমরা উদ্বিগ্ন, প্রাকৃতিক ক্ষয়ক্ষতির পর শরণার্থীদের এই বিশাল বোঝা কীভাবে বহন করব তা নিয়ে ভাবছি।

তিনি বলেন, প্রথম থেকেই প্রধানমন্ত্রী কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন এবং আজও অব্যাহত আছে। আশা করছি রোহিঙ্গা সঙ্কট আমরা মোকাবেলা করতে পারছি আমরা। জাতিসংঘ ও সারাবিশ্ব এই সঙ্কট মোবাকেলায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেছেন।

সেতুমন্ত্রী বলেন, সারা বিশ্ব বলছে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় শেখ হাসিনার সরকার সফল হয়েছে। কাজেই আমরা সফল। বিএনপি শেখ হাসিনার উন্নয়ন সহ্য করে না। তাই শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চায়। তারা উন্নয়নের দুধের সর খাওয়া দল। ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে বিএনপি। নির্বাচন কমিশনও তাদের খুশি করতে পারবে না।

ওবায়দুল কাদের বলেন, শরণার্থীর সঙ্গে ষড়যন্ত্র, অবৈধ অস্ত্র, মাদক ও দেশি-বিদেশি ষড়যন্ত্র অনুপ্রবেশ করতে পারে। আমরা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, তাদের পাশে আছি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেয়ার ব্যাপারে তৎপরতা চালিয়ে যাচ্ছি।

কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের সিবিএইচসির লাইন ডিরেক্টর মো. আবুল হাশেম খান।

এছাড়া বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এ এম মজিবুল হক, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ, জেলা সিভিল সার্জন সামছুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test