E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা

২০১৭ সেপ্টেম্বর ০৯ ২২:১১:৪৯
সাতক্ষীরায় ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরার আশাশুনি থানার উপপরিদর্শক নয়ন চৌধুরী বাদি হয়ে শুক্রবার রাতেই এ মামলা দায়ের করেন। মামলায় প্রতাপনগর ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলিসহ ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫০ জনকে আসামী করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হরিশখালি এলাকায় খোলপেটুয়া নদী বাঁধ ভাঙনের কাজ করার সময় উপপরিদর্শক নয়নের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তারা ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলিকে আটক করেন। পরে তাকে মোটর সাইকেলে তোলার সময় বুলি মেম্বরের লোকজন পুলিশের উপর হামলা চালায়। একপর্যায়ে তারা তাকে ছাড়িয়ে নিয়ে যায়। হামলায় উপরিদর্শক নয়ন চৌধুরী, সহকারি উপপরিদর্শক তুহীন হোসেন, সিপাহী জাহাঙ্গীর হোসেন ও সিপাহী মাহফুজ হোসেন আহত হন। তাদেরকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

যদিও হরিশখালি এলাকায় নদী বাঁধ ভাঙনের কাজ করার সময় ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের কথা মত পুলিশ রফিকুল ইসলাম বুলিকে আটক করে বলে অভিযোগ ওঠে। তাকে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তির মোটর সাইকেলে উঠতে বললে তিনি রাজী হননি। কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ জনগন পুলিশের কাছে থেকে রফিকুল ইসলাম বুলিকে ছাড়িয়ে নেয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

(আরকে/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৭)


পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test