E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে রোহিঙ্গা প্রবেশের শঙ্কা

২০১৭ সেপ্টেম্বর ১০ ১৫:৫৪:৪০
রাজবাড়ীতে রোহিঙ্গা প্রবেশের শঙ্কা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে রোহিঙ্গা প্রবেশের শংঙ্কা প্রকাশ করছে প্রশাসন। আজ সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন এনএসআই রাজবাড়ী জেলার উপ পরিচালক মোঃ জিল্লুর রহমান।

তিনি জানান, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতা পল্লীতে মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিয়ে এসে ব্যবসা করার পায়তারা করছে দৌলতদিয়ার একটি দালাল চক্র।

এ সময় জিল্লুর রহমান জানান, কারো কাছে দালাল চক্রের অথবা রোহিঙ্গা আসার এমন তথ্য থাকলে প্রশাসনকে অবহিত করতে।

রোহিঙ্গা সম্পর্কে জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, রোহিঙ্গা সমস্যা এখন বাংলাদেশের বড় সমস্যা হলেও এটি একটি আর্ন্তজাতিক চক্রান্ত।

তিনি বলেন, মায়ানমানের বর্তমান পরিস্থিতির জন্য চীন দায়ী। জেলা প্রশাসক মোঃ শওকত আলী মায়ানমার সম্পর্কে ভারতের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেন।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় রাজবাড়ীতে চাউলের দাম বৃদ্ধি নিয়ে সঠিক প্রতিবেদন প্রকাশ না কারার জন্য জেলা বাজার অনুসন্ধানকারি মোঃ আফজান হোসেনের উপর অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাজারে চাউলের দাম বেশি কিন্তু অনুসন্ধানে সে চিত্র উঠে আসে নাই।

(ডিবি/এসপি/সেপ্টেম্বর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test