E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

২০১৭ সেপ্টেম্বর ১১ ১৮:২৪:১৫
নোয়াখালীতে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল হালিম আজাদকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র দিয়ে গ্রেফতার করার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগ ও চরঈশ্বর ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী।

সোমবার দুপুর সাড়ে ১২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী সহ চরঈশ্বর ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই দাবীতে নোয়াখালী জজ কোর্ট সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমির হোসেন সহ হাতিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিকভাবে হয়রানীর উদ্দেশ্যে চরঈশ্বর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম আজাদ সহ উপজেলা আওয়ামীলীগের অনেক নেতার বিরুদ্ধেই অসংখ্য মামলা দিয়েছেন সাবেক এমপি মোহাম্মদ আলী। সর্বশেষ গত ৩০ আগষ্ট সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর অনুসারীরা সোনাদিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রিয়াজ উদ্দিনকে (২৭) কুপিয়ে ও রগ কেটে হত্যা করে। এই ঘটনায় মঙ্গলবার রিয়াজের বাবা কোরবান আলী বাদী হয়ে সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলী সহ ১৫৪ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর জেরে ৬ সেপ্টেম্বর ওছখালীতে আওয়ামীলীগ নেতা মাহমুদ আলী রাতুলের বাসায় মোহাম্মদ আলীর অনুসারীরা হামলা ও ভাংচুর করে। এ সময় সন্ত্রাসিদের গুলিতে যুবলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। প্রকাশ্য যারা গুলি চালিয়েছে তাদেরকে আইনের আওতায় না এনে উল্টা আবুদল হালিম আজাদ চেয়ারম্যানকে গ্রেপতার এবঙ একদিন পর অস্ত্র উদ্ধারের নাটক সাজান হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা মাহমুদ আলী রাতুলের বাসায় হামলাকারীদের গ্রেফতার ও চরঈশ্বর ইনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল হালিম আজাদকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র দিয়ে গ্রেফতার করার প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবী জানান।

(জেএইচবি/এএস/সেপ্টেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test