E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত

২০১৭ সেপ্টেম্বর ১১ ২১:০৩:২৫
সাতক্ষীরায় কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত

সাতক্ষীরা প্রতিনিধি : প্রতিষ্ঠানে চাকুরি স্থায়ীকরনসহ বিভিন্ন খাতে টাকা নিয়ে  কলেজের হাজিরা খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র লোপাট করার দায়ে সাতক্ষীরার অ্যাড. আব্দুর রহমান কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান তারই কলেজের শিক্ষক-কর্মচারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। সোমবার দুপুর দুইটার দিকে কলেজ চত্বরেই এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান কলেজের দর্শন বিভাগের প্রভাষক সুশান্ত মন্ডল জানান, অ্যাড. আব্দুর রহমান কলেজের ডিগ্রি সেকশনে তারা ২২জন শিক্ষক কর্মচারী রয়েছেন। যাদের প্রত্যেকেই ১৫-১৬ বছর ধরে চাকরি করছে। প্রত্যেকের কাছ থেকেই চাকরিতে যোগদানের সময় অধ্যক্ষ আক্তারুজ্জামান দু’ থেকে তিন লাখ করে টাকা নিয়েছেন। এরপর এমপিওভুক্তির জন্য ফের প্রত্যেকের কাছ থেকে ৫০ থেকে ৬০ হাজার করে টাকা নেন তিনি। টাকা নেওয়া হয়েছে ডিগ্রি সেকশনের স্বীকৃতির নাম করেও। কিন্তু এতোদিনেও ডিগ্রি সেকশন স্বীকৃতি পায়নি। হঠাৎ করে অধ্যক্ষ আক্তারুজ্জামান ডিগ্রি সেকশনের খাতা-পত্র উধাও করে দেন। কলেজের কোথাও ২২জন শিক্ষক-কর্মচারীর নাম পর্যন্ত নেই। ১৫ বছরের হাজিরা খাতা তো দূরের কথা। এ বিষয়ে অধ্যক্ষ আক্তারুজ্জামানের কাছে জিজ্ঞাসা করলে তিনি কোন উত্তর না দিয়ে পালিয়ে যাওয়ার সময় ডিগ্রি সেকশনের শিক্ষক-কর্মচারীরা তার উপর চড়াও হয়। একপর্যায়ে ধস্তাধস্তি হয়।

অধ্যক্ষ আক্তারুজ্জামান জানান, দুপুরে কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে হঠাৎ করেই ক্যাম্পাসের পাশে তার উপর সুশান্ত মন্ডল, নির্মল বৈরাগী, রুহুল আমিন, আবু সুফিয়ান, আব্দুল কাদের, আব্দুল আহাদ, জাহাঙ্গীর নামের ১০-১২জন সন্ত্রাসী হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, শুধু অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ নয়, অধ্যক্ষ আক্তারুজ্জামান জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষার্থীহীন ১৮টি কলেজ গড়ে তুলেছেন। আর শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির নামে সংশ্লিষ্টদের কাছ থেকে সাত থেকে আট কোটি টাকা বাণিজ্য করেছেন। সার্টিফিকেট জালিয়াতি করে তার স্ত্রীকেও কলেজে ঢুকিয়েছেন। পরে বিষয়টি জানাজানি হলে সাতক্ষীরায় তিনি শিক্ষাদস্যু আক্তার নামে আলোচিত হয়ে ওঠেন। তার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছে শতাধিক চাকরি প্রার্থী।

(আরকে/এএস/সেপ্টেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test