E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

২০১৭ সেপ্টেম্বর ১২ ১৭:৫৩:০৫
রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদেও উপর নির্মম হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে মাগুড়াডঙ্গী ক্রিকেট ক্লাব এর উদ্দ্যেগে মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম হত্যা, ধর্ষণ, লণ্ঠন ও অগ্নি সংয়োগের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের দুই শতাধিক ক্লাব সদস্য ও সচেতন জনতা বিক্ষোভ মিছিল বের করা হয়। পৌরসভার সামনে দিয়ে পাংশা সাবরেজিষ্ট্রী অফিস পর্যন্ত  পুলিশ পাহারায় বিক্ষোভ মিছিল শেষ হয়।

এরপর মিছিলটি পাংশা ষ্টেশন রোড এর কালীবাড়ী মোড়ে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অন্যতম উদ্যোক্তা মাগুড়াডঙ্গী ক্রিকেট ক্লাব এর টিম ম্যনেজার মোঃ রাজু আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুড়াডঙ্গী ক্রিকেট ক্লাব এর সদস্য মিজানুর রহমান মিলন, মোঃ সফিউল্লাহ,মোঃ ইকবাল, ক্লাব উপদেষ্টা শেখ মুহাম্মাদ সবুর উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তাগণ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অবিলম্বে নির্মম গণহত্যা ও নির্যাতন নিপীড়ন বন্ধে মিয়ানমার সরকারের উপর জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের চাপ প্রয়োগের দাবী জানান।

বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম হত্যাযজ্ঞ ও বর্বরোচিত নির্যাতন নিপীড়নে আমরা চুপ থাকতে পারি না। এ ঘটনায় মানবিক বিপর্যয় ঘটছে উল্লেখ করে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে মায়ানমারের ক্ষমতাসীন নেত্রী অং সান সু চি-র নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবী জানান বক্তাগণ।

(ডিবি/এএস/সেপ্টেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test