E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ৫৬৪ টি মন্ডপে এবার শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে

২০১৭ সেপ্টেম্বর ১২ ২২:৪৬:৩৬
সাতক্ষীরায় ৫৬৪ টি মন্ডপে এবার শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে

সাতক্ষীরা প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। এ পুজার আর মাত্র কয়েকদিন বাকি। জেলার পুজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির জন্য শিল্পীরা ব্যস্ত সময় পার করেছন। মাটির কাজ শেষে কোথাও কোথাও চলছে রঙ টানার কাজ। আগামি ১৯ সেপ্টেম্বর শুভ মহালয়া। মহালয়া যত এগিয়ে আসছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ততই আনন্দদায়ক পরিস্থিতি বিরাজ করছে। আগামী ২৫ সেপ্টেম্বর এ পুজার মহাষষ্টী।

এবার সাতক্ষীরা জেলার সাত টি উপজেলার ৭৮টি ইউনিয়নের ৫৬৪ টি মন্ডপ তৈরী করা হচ্ছে দুর্গা প্রতিমা। শ্যামনগর ও সাতক্ষীরা সদরের বিশেষ কয়েকটি মণ্ডপ ভারতীয় বিশেষ মন্দিরের কারুকার্য অনুযায়ি আলোকসজ্জা করা হচ্ছে। তবে অধিকতর গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)হিসেবে চিহ্নিত করা হয়েছে ১০৬ টি মন্ডপকে। গুরুত্বপূর্ণ(ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৩৭ টি মন্ডপকে। বাকি ৩২১ টি মন্ডপে কোন ঝুঁকি নেই।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদের সদস্য বিশ্বনাথ ঘোষ জানান,শারদীয় দূর্গাৎসব উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মন্ডপে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে অবস্থান করবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সাতক্ষীরা জেলায় সার্বজনীন ও পারিবারিক ৫৬৪ টি শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলার মোট ১০৫ টির মধ্যে ৫৪ টি মন্ডপে কোন ঝুঁকি নাই, বাকী ৩৬ টি গুরুত্বপূর্ন ও ১৬ টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কলারোয়া উপজেলায় ৪০ টি পুজা মন্ডপের মধ্যে ছয় টিতে কোন ঝুঁকি নেই, বাকী ১৩ টি গুরুত্বপূর্ণ ও ২১ টি অধিক গুরুত্বপূর্ণ। তালা উপজেলার ১০৭ টির মধ্যে ৬৭টিতে কোন ঝুঁকি নেই, বাকী ২৫টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ১৫টি। পাটকেলঘাটা থানার আওতায় ৭২ টি পুজা মন্ডপের মধ্যে ৬৪ টিতে কোন ঝুঁকি নেই, বাকী পাঁচটি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ৩টি। দেবহাটা উপজেলার ২০ টির মধ্যে ১০ টিতে কোন ঝুকি নাই, বাকী ৫টি গুরুত্বপূর্ন ও অধিক গুরুত্বপূর্ণ পাঁচটি। আশাশুনি উপজেলার ১০৪ টির মধ্যে ৭৮ টিতে কোন ঝুঁকি নেই, বাকী ১২ টি গুরুত্বপূর্ন ও অধিক গুরুত্বপূর্ণ ১৪ টি। কালিগঞ্জ উপজেলার ৫২ টির মধ্যে পাঁচ টিতে কোন ঝুঁকি নেই, বাকী ২৫ টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২২টি এবং শ্যামনগর উপজেলায় ৬৪ টি পুজা মন্ডপের মধ্যে ৩৭ টিতে কোন ঝুঁকি নেই, বাকী ১৬ টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ১১টি পুজা মন্ডপকে চিহ্নিত করা হয়েছে।

এদিকে আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে জেলায় আইন শৃখংলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে পালনের সুবিধার্থে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যস্থা নেওয়া হয়েছে। এবার পুলিশ, কমিউনিটি পুলিশ, আনছার, স্থানীয় পুজা কমিটি, স্বেচ্ছসেবক ও নির্বাহী ম্যােিজষ্ট্রেটের অধীনে ভ্রাম্যমান পুলিশ টিম নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

ঊাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদের সদস্য বিশ্বনাথ ঘোষ জানান, গত বুধবার আশাশুনির কচুয়া ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর ও ওই নন্দর পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল ঘোষসহ ছয়জনকে পিটিয়ে জখম করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এটা দুর্ভাগ্যজনক। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলেও তার উত্তর তাদেরকে হতাশ করেছে। তবে আগামিতে যাতে এ ধরণের কোন অপ্রত্যাশিত ঘটনা না ঘটে সেজন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

জানতে চাইলে সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, সাতক্ষীরা জেলায় এবার সাড়ম্বরে ৫৬৪ টি পুজা মন্ডপে শারর্দীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোন প্রকার সাম্প্রদায়িক বিরোধ এড়িয়ে যেয়ে যাতে এ দূর্গাপুজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করা যায় সেজন্য ৬৭ টি মোবাইল টিম সার্বক্ষনিক মাঠে থাকবে। তিনি আরো জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃখংলা রক্ষা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।

(আরকে/এএস/সেপ্টেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test