E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সন্তান হত্যার দায়ে বাবার ফাঁসি

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১৪:৩৭:৫৯
সন্তান হত্যার দায়ে বাবার ফাঁসি

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে দুই বছরের মেয়েকে জবাই করে হত্যার দায়ে বাবা আবুল হোসেনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবীর বুধবার দুপুরে এ রায় দেন।

রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি মো. আবুল হোসেন (২৮) আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকার মো. নূর আলীর ছেলে আবুল হোসেনের সঙ্গে একই উপজেলার কালিকাপ্রসাদ গাজীর টেক এলাকার কালাচানের মেয়ে সুরাইয়া বেগমের বিয়ে হয় ঘটনার ৩ বছর আগে। পারিবারিক কলহের জের ধরে সুরাইয়া তার দুই বছরের শিশুকন্যা সুমাইয়াকে নিয়ে গাজীরটেক এলাকায় বাবার বাড়িতে চলে যান।

২০১১ সালের ৩ এপ্রিল সকালে আবুল হোসেন গাজীর টেক এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে তার শিশুকন্যা সুমাইয়াকে জবাই করে হত্যা করে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আবুল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওইদিন ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাড. সৈয়দ মো. শাহজাহান ও আসামি পক্ষে অ্যাড. অশোক সরকার মামলা পরিচালনা করেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test