E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলছেনা উদ্ধার কাজ, অলস বসে আছে জাহাজ প্রত্যয়

লঞ্চডুবির ৫৮ ঘন্টা পরে প্রসূতি পারভীনের গলিত লাশ উদ্ধার

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১৭:৫৫:৫০
লঞ্চডুবির ৫৮ ঘন্টা পরে প্রসূতি পারভীনের গলিত লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া ওয়াপদা লঞ্চঘাট থেকে নদী ভাঙ্গনের কবলে পরে তলিয়ে যাওয়া তিনটি লঞ্চের মধ্যে এমভি মৌচাক-২ এ থাকা প্রসূতি নারী পারভীন বেগমরে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লঞ্চ ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ৫৮ ঘন্টা পর পদ্মা নদীর সুরেশ্বর এলাকা থেকে বুধবার দুপুরে এই মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে, তিনদিনেও নিখোঁজ লঞ্চ ও ব্যক্তিদের উদ্ধার কাজে দৃশ্যমান কোন উন্নতি হয়নি। মঙ্গলবার বিকেল থেকে বিআইডব্লিউটিএ‘র উদ্ধারকারি জাহাজ প্রত্যয় অলস সময় পার করছে নোঙর ফেলে।

নড়িয়ার সুরেশ্বর নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১ টার দিকে সুরেশ্বর দরবার শরীফের মোহনায় একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে প্রথমে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর উদ্ধারকারি দল এসে মরদেহটি তুলে নদী তীরে নিয়ে আসে। সেখানে উপস্থিত পারভীন বেগমের স্বজনেরা মরদেহটি পারভীনের বলে সনাক্ত করেন। পারভীনের লাশ পাওয়ার খবর জানতে পেরে মুহুর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পারভীনের স্বামী মোহাম্মদ আলী মাদবর সহ তার স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হেয় ওঠে।

গত সোমবার ভোর সাড়ে ৫ টায় পদ্মার প্রবল স্রোত আর নদী ভাঙ্গনের কবলে পরে ওয়াপদা লঞ্চ ঘাটের পল্টুন থেকে নোঙর ছিড়ে এম,ভি মৌচাক-২, এম,ভি মহানগরী ও এম,ভি এম,ভি নড়িয়া-২ নামের তিনটি লঞ্চ উল্টে যায়। রবিবার রাতে ঢাকার সদর ঘাট থেকে ছেরে আসা মৌচাক-২ লঞ্চটি দূর্ঘটনার কিছুক্ষন পূর্বে ওয়াপদা ঘাটে এসে পৌছে। ওই লঞ্চে অন্যান্য যাত্রীদের সাথে নড়িয়া পৌরসভার লোনসিং গ্রামের মজিদ মাদবরের ছেলে মোহাম্মদ আলী মাদবর তার প্রসূতি স্ত্রী পারভীন, ৪ দিনের নবজাতক কন্যা এবং পারভীনের মা ফকরুন নেছাও ছিলেন। সব যাত্রী লঞ্চ থেকে নেমে গেলেও নবজাতকের কথা ভেবে মোহাম্মদ আলী একটু দেরীতে নামার জন্য লঞ্চে বসে থাকে। কিন্তু মুহুর্তেই সব এলোমেলো হয়ে যায়। লঞ্চ উল্টে গেলে মোহাম্মাদ আলী সাঁতরে তীরে উঠে জীবন বাঁচাতে পালেও হারিয়ে ফেলে পরিবারের এক নবজাকতসহ তিনজনকে। পুলিশের দেয়া তথ্য মতে তিনটি লঞ্চের স্টাফদের মধ্যে এখনো রবীন সরদার, লিটন শেখ, মানিক মাদবর, বশীর হোসেন, রফিকুল ইসলাম, জাকির হোসেন, পলাশ মিয়া, স্বজল তালুকদার, শাহ আলমসহ আরো ২ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে, লঞ্চ ডুবির প্রায় ১০ ঘন্টা পর সোমবার বিকেল পৌনে চারটায় নারায়নগঞ্জ থেকে পদ্মা নদীর সুরেশ্বর এলাকায় এসে পৌছে বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারি জাহাজ প্রত্যয়। খুলনা নৌবাহিনীর তিতুমীর ঘাটি থেকে আসেন একজন কমান্ডারসহ ১১ জনের একটি ডুবুরী দল, ফরিদপুর ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের এবং ঢাকা থেকে বিআইডব্লিউটিআই এর ডুবুরী দলও ঘটনাস্থলে এসে পৌছে। কিন্তু গত তিন দিনেও কোন লঞ্চ উদ্ধার করতে পারেনি সরকারের এতগুলো চৌকোষ বাহিনী। ভেদরগঞ্জের চরমোহন এলাকায় নিখোঁজ হওয়া এম,ভি মৌচাক লঞ্চটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও স্রোতের তীব্রতার কারনে সেটিকে উদ্ধার করতে পারেনি। আর নতুন কোন লঞ্চের ও সন্ধান মেলাতে পারেনি সরকারি তিনটি সংস্থা।

ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারি পরিচালক এ,বি,এম মোমতাজ উদ্দিন আহমেদ বলেন, সন্ধান লঞ্চ মৌচাক-২ উদ্ধার করা সম্ভব হচ্ছেনা। প্রচন্ড স্রোতের কারনে ৭ ফিটের বেশী পানির নিচে যাওয়া যাচ্ছে না। লঞ্চের সাথে দড়ি বাধতে না পারলে লঞ্চ টেনে উঠানোর কোন উপায় নেই। নদীতে এত স্রোত যে, একটি নিচের দিকে গেইে মনে হয় যেন মৃত্যুকুপে প্রবেশ করলাম। পুরো নদীতেই তীব্র স্রোত রয়েছে। স্রোত না কমলে সনাক্ত করা গেলেও লঞ্চ উদ্দার সম্ভব হবেনা।

উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ে থাকা বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুর রহমান বলেন, আমরা জাহাজ প্রত্যয় নিয়ে ওয়াপদার উল্টো দিকে নোঙগর করে অবস্থান করছি। আমরা সার্বক্ষনিক প্রশাসনের লোকদের সাথে যোগাযোগ রক্ষা করছি। বৃহস্পতিবার ঢাকা থেকে মন্ত্রণালয়ে উর্দ্ধতন কর্মকর্তারা আসবেন। তাদের নির্দেশনা মতে পরবর্তি কার্যক্রম পরিচালনা হবে।

নড়িয়া পৌরসভার মেয়র মো.শহিদুল ইসলাম বাবু বলেন, আমার বাড়ির পাশেই মোহাম্মদ আলী মাদবরের বাড়ি। মোহাম্মদ আলী প্রায় ১৪ বছর আগে পাঁচগাও গ্রামের শহরালী মোল্যার মেয়ে পারভীনকে বিয়ে করে। পারভীনের ১২ বছর বয়সের মাহিয়া নামের একটি মেয়ে ও মাহিম নামে ৬ বছরের একটি ছেলে রয়েছে। ঢাকার একটি ক্লিনিকে তৃতীয় সন্তান আরেকটি কন্যা শিশু জন্ম হয়। কিন্তু সে শিশুটিসহ মোহাম্মদ আলীর স্ত্রী ও শাশুড়ির সোমবারের লঞ্চ দূর্ঘটনায় মৃত্যু হয়।

(কেএনআই/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test