E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে প্রতিবন্ধী সালামের জীবন সংগ্রাম

২০১৭ সেপ্টেম্বর ১৪ ১৫:৪৪:৫৪
মদনে প্রতিবন্ধী সালামের জীবন সংগ্রাম

আল মাহবোব আলম, মদন (নেত্রকোনা) : জীবন মানেই যুদ্ধ,যন্ত্রনাময় এই জীবন সংসারে জীবিকার তাগিদে প্রতিনিয়িত যুদ্ধ করছেন নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের পরশখিলা গ্রামের আব্দুল মজিদ বেপারীর ছেলে  প্রতিবন্ধী সালাম। ভিক্ষা না করেই জীবনকে জয় করতে চান তিনি। শারীরিক অক্ষমতা উপেক্ষা করে মদন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন প্রজাতির মোরগ ক্রয় বিক্রয়  করে জীবনের চাকা ঘুরাচ্ছেন। হাসি মুখে বললেন,নিজের কষ্টের উপার্জিত অর্থ দিয়ে সংসার পরিচালনা করছেন।

সালামের ১ ছেলে ও ২ মেয়ে স্ত্রীসহ ৫ জনের সংসার তার। ১৫ বছর আগে সালামের টাইফয়েড হয়। চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়ে যান তিনি। অবশেষে প্যারালাইসিস হয়ে দুটি হাতেই শক্তি হারিয়ে পেলেন। কিছু দিন ভিক্ষাও করেছিন তিনি। মানুষের কাছে হাত পাতা ভাল না, এ ভেবে বেচে নিলেন মোরগের ব্যবসা। এ ব্যবসা দিয়েই চলছে তার সংসার জীবন। এলাকায় সে মোরগ সালাম নামে পরিচিত।

সালাম জানায়, জ্বরে আমার দুইটি হাত অচল হয়ে যাওয়াতে আমি আর কৃষি কাজ করতে পারছিলাম না। আমার সংসার নিয়ে খুবই দুচিন্তায় থাকতাম। নিজের বুদ্ধিতে আমি কয়েকটি টাকা নিয়ে মোরগের ব্যবসা শুরু করি। হাতে নিতে পারি না,তাই কাদে করেই মোরগ গুলো বহন করি। কোনদিন ১শ টাকা, আবার কোন দিন ১৫০ টাকা রোজগার করতে পারি। আগের চেয়ারম্যান সাহেব আমারে একটি কাড দিয়েছিল। ৫ জনের সংসার,ছেলে মেয়েদের পড়াশোনা চালাতে আমার হিমশিম খেতে হয়।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক বলেন, সালাম খুব কষ্ট করে ভিক্ষা না করেই এভাবে ব্যবসা করে তার সংসার পরিচালনা করছে। আমার পরিষদের মাধ্যমে কোন সহযোগিতার প্রয়োজন হলে যথাযথ চেষ্টা করব।

(এএমএ/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test