E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় হতদরিদ্র পরিবারের মাঝে রিক্সা বিতরণ

২০১৪ জুন ২৯ ১৬:৩২:০৭
বরগুনায় হতদরিদ্র পরিবারের মাঝে রিক্সা বিতরণ

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর ও বেতাগী উপজেলার সিডর, আইলা ও মহাসেনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে একশত পঞ্চাশটি রিক্সা বিতরণ করেছে উন্নয়ন সংগঠন জাগো নারী। চলতি বছর জুলাই মাসের মধ্যে এসব দরিদ্র পরিবারের মাঝে আরও একশত পাঁচটি ভ্যান এবং আটাশিটি সেলাই মেশিন বিতরণ করা হবে বলে জানা গেছে।

রবিবার সকালে বরগুনার খাজুরতলা গ্রামে জাগোনারীর রি-কল প্রকল্প আয়োজিত এক অনুষ্ঠানে এসব রিক্সা বিতরণ করা হয়। অনুষ্ঠানে জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম হিমু এবং সাধারণ সম্পাদক সোহেল হাফিজ।

খোঁজ নিয়ে জানা গেছে, একের পর এক দুর্যোগের কবলে পড়ে ভিটে মাটি ও সহায় সম্বল হারিয়ে এক সময় নিঃস্ব হয়ে পড়া এসব পরিবারের পাশে এসে দাড়ায় স্থানীয় উন্নয়ন সংগঠন জাগোনারী। প্রথমে কোনরূপ অর্থনৈতিক সহযোগিতা ছাড়াই ২০০৮ সালে স্থানীয় অধিবাসীদের সংগঠিত করে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প হাতে নেয় জাগোনারী। দুর্যোগ প্রবণ বরগুনার স্থানীয় উন্নয়ন সংগঠন জাগোনারীর এ প্রচেষ্টা এবং নারী পুরুষ নির্বিশেষে স্থানীয় অধিবাসীদের অদম্য আগ্রহ ও নিরবচ্ছিন্ন পরিশ্রমের কথা জানতে পেরে এসময় এক এক করে এসব হতদরিদ্র পরিবারের পাশে এসে দাড়ায় দাতা সংস্থা অক্সফাম, সিড়ি এবং ডিএফআইডি। এসব দাতা সংস্থার সহযোগিতায় গত তিন বছরে বরগুনা সদর ও বেতাগী উপজেলার সাড়ে তিনহাজার পরিবারের মাঝে গরু ছাগল হাস-মুরগী, রিক্সা, ভ্যান, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

স্থানীয় অধিবাসী ও সংশ্লিষ্ট সুবিধাভোগীদের সাথে সরাসরি কথা বলে জানা গেছে, উন্নয়ন সংগঠন জাগোনারীর সহযোগিতায় কঠোর পরিশ্রম আর নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মধ্য দিয়ে এখন ঘুরে দাড়িয়েছে এসব পরিবার। দারিদ্রকে পেছনে ফেলে এখন আত্মনির্ভরশীল সেসব পরিবারের নারীরাও। নিয়মিত স্কুলে যাচ্ছে তাদের শিশুরা।
(এমএইচ/এএস/জুন ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test