E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে হামলা, টাকা স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

২০১৭ সেপ্টেম্বর ১৫ ১৬:১৭:৫৩
সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে হামলা, টাকা স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছেন। এ সময় তার মোবাইল,স্বর্ণের চেইন,স্বর্ণের ব্যাচলেট ও নগদ টাকা ছিনতাই করা হয়েছে বলে থানা পুলিশ ও সাংবাদিকদের নিকট অভিযোগ করা হয়েছে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছেন। এ সময় তার মোবাইল,স্বর্ণের চেইন,স্বর্ণের ব্যাচলেট ও নগদ টাকা ছিনতাই করা হয়েছে বলে থানা পুলিশ ও সাংবাদিকদের নিকট অভিযোগ করা হয়েছে।

গত বুধবার দুপুর বেল দের টার সময় এ ঘটনা ঘটে। আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনর দ্বিতীয় ছেলে মোঃ আল-আমিন তার একই গ্রামের মোঃ হোসেনের ছেলে বাল্যবন্ধু আব্দুর সাকুরকে নিয়ে গত বুধবার ইছাপুরা ইউপি সদস্য মন্টু মেম্বারের ছোট মেয়ের বিয়ের অনুষ্টানের দাওয়াত খেতে ইছাপুরা চৌরাস্তায় পৌছালে পশ্চিম রাজদিয়া গ্রামের মৃত ওমর আলী মাওলানার ছেলে রাকিব এনামুলের সাথে পূর্বশত্রুতার জের ধরে হঠাৎ কথা কাটাকাটি ও মনোমালিন্য,বকাঝকা,ধাক্কা ধাক্কি শুরু হয়। এক পর্যায়ে রাকিব এনামুল পূর্ব পরিকল্পনা মাফিক ইছাপুরা চৌরাস্তার খাজা মার্কেটের সামনে আল-আমিন আসা মাত্রই বাকবিতন্ডার এক পর্যায়ে রাকিব এনামুলের সাথে সংঘবদ্ধ হয়ে কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গুরুতর আহত করে।

এ সময় আল-আমিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ইছাপুরা স্বস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে আল-আমিনের মা মোসাঃ আম্বিয়া খাতুন বাদী হয়ে পূর্ব শত্রুতার জের ধরে হামলা টাকা ছিনতাইয়ের অভিযোগে সিরাজদিখান থানায় বৃহস্পতিবার রাত সারে নয় টায় ৬ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সিরাজদিখান থানা ওসি মোঃ আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১৪ সেপ্টেম্বর রাতে আহতর আল-আমিনের মা বাদী হয়ে ৬জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দুলাল হোসেন জানান, আহত আল-আমিনকে কে নিয়ে আসলে গুরুতর অবস্থা থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। বর্তমানে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

(এসডিআর/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test