E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে বাংলাদেশ হাজং জাতীয় সংগঠন এর আঞ্চলিক কর্মশালা

২০১৭ সেপ্টেম্বর ১৫ ১৮:১০:২৭
দুর্গাপুরে বাংলাদেশ হাজং জাতীয় সংগঠন এর আঞ্চলিক কর্মশালা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি মিলনায়তনে বাংলাদেশ হাজং জাতীয় সংগঠন এর উদ্যোগে, ল্যান্ড ইজ লাইফ এর সহযোগিতায় দিনব্যাপি আঞ্চলিক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন এর সাধারণ সম্পাদক পল্টন হাজং এর সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন এর সভাপতি খগেন্দ্র হাজং এর সভাপতিত্বে ‘মানবাধিকার, ভূমি অধিকার ও আদিবাসী অধিকার’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান। কর্মশালা পরিচিতি ও স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত কর্মশালা সুপারিশ সমূহ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল হাজং। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও গবেষক রেভাঃ মনীন্দ্র নাথ মারাক, আলী আহাম্মদ খান আইয়োব, আবু সাঈদ কামাল, প্রভাষক সাকার মুস্তাফা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমির পরিচালক শুভ্র চিরান, হাজং মাতা রাশিমণি কল্যান পরিষদের সভাপতি মতিলাল হাজং,বাংলাদেশ জাতীয় হাচং সংগঠনের সহ-সভাপতি স্বপন হাজং, বাংলাদেশ হাজং তিমাদ সংগঠনের সভানেত্রী সন্ধ্যা রানী হাজং, সংগঠনের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল হাজং, হাজং ছাত্র সংগঠনের সভাপতি ছোটন হাজং প্রমুখ।

৩টি জেলার ও ৪টি উপজেলা শেরপুর, কলমাকান্দা,দুর্গাপুর ও সুনামগঞ্জ থেকে শতাধিক
প্রতিনিধি এ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

(এনএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test