E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় আওয়ামীলীগের তৃর্ণমূল নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী মানিকের মত বিনিময়

২০১৭ সেপ্টেম্বর ১৫ ১৯:০৯:২৫
কেন্দুয়ায় আওয়ামীলীগের তৃর্ণমূল নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী মানিকের মত বিনিময়

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের কুনিহাটি গ্রামের নিজ বাড়ীতে আওয়ামীলীগের তৃর্ণমূল নেতাকর্মীদের সাথে শুক্রবার দুপুরে মত বিনিময় করেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর হত্যার প্রথম প্রতিবাদকারীদের অন্যতম নেতা, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো: সাইদুর রহমান মানিক।

এ্যাডভোকেট সাইদুল রহমান মানিক ১৯৭৫ সালে কিশোরগঞ্জের গুরু দয়াল কলেজে অধ্যায়ন কালীন সময়ে ১৫ আগষ্ট তিনি ছাত্রলীগের অন্যান্য ১২জন সহকর্মী নিয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ সদরে মিছিল বের করেছিলেন। মত বিনিময় কালে সাইদুর রহমান মানিক বলেন ঢাকা আইনজীবি সমিতির সভাপতি হিসাবে সেখানকার অনেক উন্নয়ন মূলক কাজ করেছি। এখন গ্রামে ছেলে হিসাবে গ্রামের মানুষের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ চাই।

এজন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকা তথা নেত্রকোনা-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় সেক্ষেত্রে এ আসনে বিজয়ী হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। আর যদি মনোনয়ন নাও দেয় তবুও দলের প্রার্থীকে বিজয়ী করতে কোমড় বেধে মাঠে কাজ করব। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(এসবি/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test