E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ত্রিশালে ইমামদের সাথে সার্কেল এএসপির মতবিনিময়

২০১৭ সেপ্টেম্বর ১৫ ১৯:১৫:৫১
ত্রিশালে ইমামদের সাথে সার্কেল এএসপির মতবিনিময়

ত্রিশাল প্রতিনিধি : জঙ্গীবাদ, মাদক, রোহিঙ্গা ইস্যুতে আলেম সমাজের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) আল আমিন।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ত্রিশাল থানা অফিসার ইনচার্য জাকিউর রহমান, ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল বার্তার সম্পাদক প্রকাশক শামীম আজাদ আনোয়ার, ইত্তেফাকুল ওলামার সাধারন সম্পাদক নজরুল ইসলাম, তরফদার বাড়ী মসজিদের খতিব জহিরুল ইসলাম রাসেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আল আমিন বলেন জঙ্গীবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক। জঙ্গীবাদের সাথে যারা জড়িত তারা ইসলামের শত্র,দেশের শত্র, মানবতার শত্রু। এদেরকে প্রতিহত করতে আলেম সমাজকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন রোহিঙ্গাদের নিয়ে এক শ্রেনীর অসাধু চত্র বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বিসৃংখল পরিবেশ তৈরী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের ব্যাপারে সচেতন হয়ে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। জুম্মার নামাজে মসজিদে মসজিদে মুসুল্লীদেরকে মাদকের কুফল ও সঠিক ইসলামের দিক নির্দেশনা দিয়ে সচেতন করতে হবে।

উল্লেখ্য, ত্রিশাল পৌর শহর সহ উপজেলার প্রায় শতাধিক মসজিদের ইমাম ও খতিবগন উপস্থিত ছিলেন।

(এমএন/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test