E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পোষ্ট ই-তথ্য কম্পিউটার প্রশিক্ষণের নামে অনিয়ম প্রতারনার অভিযোগ

২০১৭ সেপ্টেম্বর ১৬ ১৪:০১:০৬
পোষ্ট ই-তথ্য কম্পিউটার প্রশিক্ষণের নামে অনিয়ম প্রতারনার অভিযোগ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সুসং উপজেলা পোষ্ট অফিসে ই-তথ্য সেন্টার কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের নামে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ ।

জানা যায়,বাংলাদেশ ডাক বিভাগ এর পরিপত্র অনুযায়ী সুসং উপজেলা পোষ্ট মাষ্টার ও হাসনাত জাহান পপি উদ্যোক্তা পোস্ট ই-সেন্টার এক ভর্তি বিজ্ঞতির মাধ্যমে ডাকঘরের নিজস্ব হলরুমে পোষ্ট ই-তথ্য সেন্টারে তিন মাস/ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করেন।

এ বিজ্ঞপ্তি প্রকাশের পর এ প্রশিক্ষণ কোর্সে বিধি মোতাবেক ১৫জন প্রশিক্ষণার্থী ৩মাস মেয়াদী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। এ প্রশিক্ষণের উদ্যোক্তা হিসেবে নিয়োগ পান উপজেলার চন্ডিঘর ইউনিয়নের পোষ্ট ম্যান আবুল হাসান এর মেয়ে হাসনাত জাহান পপি।

আবুল হাসান নেত্রকোনা সদরের চুচুয়া পোস্ট অফিসে পোষ্ট ম্যান হিসেবে কর্মরত রয়েছেন। সেখান থেকে তিনি দুর্গাপুরের পোষ্ট ই-তথ্য কম্পিউটার সেন্টারের খোজ খবর রাখেন অথচ খোজ রাখেন না দায়িত্বে থাকা উপজেলা পোষ্ট মাষ্টার নিপেন্দ্র চন্দ্র সরকার । ৩ মাস ব্যাপী প্রশিক্ষণের জন্যে প্রতি শিক্ষার্থীর ফি বাবদ ৫ হাজার টাকা করে নিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রশিক্ষণার্থী প্রতিবেদককে জানান।

অথচ সরকার কর্র্তৃক ঘোষিত ফি ১হাজার একশত টাকা এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোষ্টাল একাডেমী কর্তৃক সনদ পত্র প্রদান করা হবে বলেও ভর্তি বিজ্ঞতিতে উল্লেখ করেন। দেড় মাস প্রশিক্ষণ চললেও মোট ক্লাস করেছেন ১৫ দিন আর বাকী ৩০দিন প্রশিক্ষণ করাননি। আর এক মাস অতিবাহিত হলেও কোন খোজঁ নেই প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের। বাকী দেড় মাস প্রশিক্ষণ কবে হবে কেউ রাখেন না তার খবর এর অপেক্ষায় প্রতিদিন প্রশিক্ষণার্থীরা পোষ্ট অফিসের সামনে ভীড় করলেও মাথা ব্যাথা নেই পোষ্ট মাষ্টারের।

পোষ্ট ম্যান আবুল হাসানের দাপটে ও উপজেলা পোস্ট মাষ্টার নিপেন্দ্র চন্দ্র সরকার এর সহায়তায় হাসনাত জাহান পপি এ অনিয়ম বানিজ্য চালিয়ে যাচ্ছেন বলে ক্ষেভ প্রকাশ করেন বেশীরভাগ প্রশিক্ষণার্থী।

এ বিষয়ে উপজেলা পোষ্ট মাষ্টার ভারপ্রাপ্ত নিপেন্দ্র চন্দ্র সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি প্রশিক্ষণ বিষয়ে তেমন কিছু জানিনা এটা ভাল বলতে পারবে আবুল হাসান।

এ ব্যাপারে আবুল হাসান এর সাথে কথা বলে জানা যায়, প্রশিক্ষণের সকল ডকুমেন্ট উপজেলা পোষ্ট মাষ্টার স্যারের কাছে রয়েছে।

নেত্রকোনা পোষ্ট অফিস পদির্শক আঃ রাজ্জাক এর যোগাযোগ করা হলে তিনি বলেন,২০১৩ইং সাল থেকে সরকারের এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল পোষ্ট অফিসে এ কার্যক্রম চালু হয়েছে। তবে দুর্গাপুরের ক্ষেত্রে ইতিমধ্যে কিছু সমস্যা রয়েছে। এ ব্যাপারে আমরা দেখছি কি করা য়ায়।

ই-সেন্টারের অবস্থান যে রুমে সেখানে নাইট গার্ডের থাকার ব্যবস্থা । এ এক বেমানান বিষয়। এর উত্তরে তিনি বলেন, আমাদের পোষ্ট অফিসে জায়গা নাই বলে একই রুমে এই ব্যবস্থা রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা জরুরী বলে সূধী মহল মনে করেন।

(এনএস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test