E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

২০১৭ সেপ্টেম্বর ১৬ ১৫:৪০:১৮
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কেন্দুয়া  (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পলøী উন্নয়ন কর্মকর্তা দাউদ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার স্বেচ্ছাচারিতা, ভূয়া ভ্রমণ ভাতা বিল উত্তোলন ইউসিসি কর্মচারীদের গায়ের জোরে ঈদ বোনাস প্রদান না করাসহ  অনিয়মিতভাবে অফিস কার্যক্রম পরিচালনা করে আসায়  ইউসিসি লি: এর চেয়ারম্যান, কর্মচারী ও সমবায় সমিতির সদস্যরা ক্ষুব্ধ।

তাদের অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার অবহেলা, অসদাচরনের কারণে সমবায় কার্যক্রমের ঋণ আদান-প্রদান কর্মসূচীর গতি হারাচ্ছে। কেন্দুয়া ইউসিসি লি: এর চেয়ারম্যান মো: মুখলেছুর রহমানসহ ৯ জন কর্মচারীর অনেকেই অভিযোগ করে বলেন গত ৭ মাস আগে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দাউদ হোসেন এখানে কর্মে যোগদান করলেও মাসে ১০ কার্যদিবসেও তিনি উপস্থিত থাকেন না।

এছাড়া তিনি ইউসিসি লি: এর সভাপতিসহ কর্মচারীদের সঙ্গে স্বেচ্ছাচারিমূলক আচরণ করেন। অভিযোগ ওঠেছে ১ দিনের জন্যও সমবায় সমিতির কার্যক্রমের পরিদর্শনে না গিয়ে ৪ মাসের ভূয়া ভ্রমনভাতা বিল উত্তোলন করে নিয়ে যান। ঈদ-উল-আযাহা উপলক্ষ্যে ইউসিসির ৯ জন কর্মচারীর ঈদ বোনাস দেয়ার পর্যাপ্ত অর্থ থাকলেও গায়ের জোরে তিনি ঈদ বোনাস প্রদান করেন নি বলে জানান ইউসিসি চেয়ারম্যান। তাছাড়া যেদিন অফিসে আসেন সেদিন নামে মাত্র অফিসে উপস্থিত হয়ে উপজেলার অন্যান্য অফিসে গিয়ে আড্ডায় ব্যস্ত থাকেন। তার এসব কর্মকান্ডে সমবায় কার্যক্রমে হতাশা নেমে এসেছে।

এ ব্যাপারে শনিবার ইউসিসি লি: এর চেয়ারম্যান মো: মুখলেছুর রহমানের কাছে ওই কর্মকর্তার সর্ম্পকে জানতে চাইলে তিনি অভিযোগ করে বলেন, আমি একাধারে ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান। এতদিন সকলকে নিয়ে সফলভাবে কার্যক্রম চালিয়ে এসেছি কিন্তু বর্তমান পল্লী উন্নয়ন কর্মকর্তা দাউদ হোসেন সরকারের নিয়ননীতি উপেক্ষা করে আমিসহ ইউসিসির কর্মচারী ও সমিতির সদস্যদের সাথে স্বেচ্ছাচারিমূলক আচরণ করছেন। তিনি নিয়মিত অফিসে আসেননা, সমিতিতে পরিদর্শনে না গিয়ে ভূয়া ভ্রমন ভাতাবিল উত্তোলন করে নিয়ে যান। তার এসব কর্মকান্ডের বিষয় উপপরিচালকের কার্যালয়ের মাসিক সভায় তুলে ধরা হলেও কোন প্রতিকার হচ্ছে না। ফলে সমবায়ের কার্যক্রম গতি হারাচ্ছে। ওই কর্মকর্তা বিষয়ে তিনি মহাপরিচালক, উপপরিচালকর নিকট জরুরী ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাই।

অপরদিকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার স্বেচ্ছাচারিতা, অনিয়ম, ঈদ বোনাস প্রদান না করা ও ভূয়া ভ্রমণ ভাতা বিল উত্তোলনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দাউদ হোসেন শনিবার মুঠোফোনে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, ডিপার্টমেন্টের সার্কুলারের বাইরে আমি কোন কাজ করতে রাজি না। চেয়ারম্যানসহ কতিপয় কর্মচারী আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সত্য নয়, উদ্দেশ্যে প্রনোদিত। ঈদ বোনাস প্রদান না করে যে কোন অনিয়ম করলে মহাপরিচালক এবং উপপরিচালক আমাকে ক্ষমা করবেন না। আইন সংগতভাবে যাদের দিতে পেরেছি তাদের দিয়েছি। অনিয়মভাবে তারা চাপ সৃষ্টি করলেও নিয়মের বাইরে কোন কিছু আমার পক্ষে করা সম্ভব নয়।


(এসবি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test