E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্টাফ রির্পোটার পরিচয়ে প্রতারনা, জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

২০১৭ সেপ্টেম্বর ১৬ ১৮:৩২:৩৯
স্টাফ রির্পোটার পরিচয়ে প্রতারনা, জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

কেন্দুয়া  (নেত্রকোনা) প্রতিনিধি : দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রির্পোটার মশিউর রহমান খান পরিচয় দিয়ে মোবাইল ফোনে প্রতারনা করে অর্থ আদায় করে আসছিল নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ। এ সূত্রের সত্যতা নিশ্চিত করেই গত বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর রাতে কেন্দুয়া উপজেলা সদরে রূপালী ব্যাংকের তৃতীয় তলায় তার ব্যক্তিগত চেম্বার থেকে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

জানা যায় ২০ সদস্যের এ দলে নেতৃত্ব দেন ঢাকা গোয়েন্দা পুলিশের এডিসি মাইন উদ্দিন। পুলিশের জিজ্ঞাসাবাদে তোফায়েল আহমেদ বলেন জনকন্ঠের স্টাফ রির্পোটার মশিউর রহমান খান পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ দলীয় এমপি ও মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে সংবাদ প্রকাশের এবং মনোনয়নের বিষয়ে সহায়তা প্রদানের কথা বলে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। এর আগে বিষয়টি গোয়েন্দা পুলিশ অবগত হলে পুলিশের সদস্যরা জনকন্ঠের স্টাফ রির্পোটার মশিমউর রহমান খানের পেছনে অনুসন্ধান চালাতে থাকে। দীর্ঘ দিন অনুসন্ধান চালিয়ে মোবাইল ফোনে বিভিন্ন জনের কাছে প্রতারনার জন্য মশিউর রহমান খানের সম্পৃক্ততা না পেয়ে বিষয়টি তাকে অবগত করে গোয়েন্দা পুলিশ। পরে চলতি বছরের গত ৯ সেপ্টেম্বর মশিউর রহমান খান বাদী হয়ে রমনা থানায় একটি জিডি করেন।

এই জিডির সূত্র ধরে মোবইল ফোনে তথ্য অনুসন্ধান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে কেন্দুয়া উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়। এ ঘটনায় জনকন্ঠের স্টাফ রির্পোটার মশিউর রহমান খান বাদী হয়ে রমনা থানায় গত ১৫ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। মামলা নং ২১, ধারা ৪১৯। শনিবার মুঠোফোনে মামলার বাদী মশিউর রহমান খান জানান, জনকন্ঠের স্টাফ রির্পোটার মশিউর রহমান খান পরিচয় দিয়ে ছদ্মবেশ ধারণ করে মোবাইল ফোনে প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল তোফায়েল আহমেদ।

সে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি এবং আমার বাড়ি কেন্দুয়া উপজেলা সদরে। আমার সাথে তার পরিচয় আছে, কিন্তু আমার নামে ছদ্মবেশ ধারণ করে এভাবে প্রতারনার মাধ্যমে অর্থ উর্পাজন করবে এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি তার কর্মকান্ডে নিন্দা জানাই এবং বিচার দাবী করি। এদিকে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত তোফায়েলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা। কিন্তু শনিবার আদালত তার রিমান্ডের আবেদন মঞ্জুর করেনি। তবে জামিনের আবেদন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

(এসবি/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৭)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test