E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ইমামদের মানববন্ধন

২০১৭ সেপ্টেম্বর ১৯ ২০:৪০:৪৭
মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ইমামদের মানববন্ধন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের উপর সেদেশের সেনাবাহিনী ও বৌদ্ধ ভিক্ষোদের দ্বারা গণহত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ, হাজার হাজার শিশু, নারী যুবক/যুবতীকে প্রকাশ্যে শিরচ্ছেদ করে ও আগুনে পুড়িয়ে হত্যা, শত শত গ্রাম পুড়িয়ে দেয়ার ঘটনায় অব্যাহত লোটপাট এর প্রেক্ষিতে দেশের অন্যান্য জেলার মতো আজও মৌলভীবাজারে প্রতিবাদী মানুষেরা নানান শ্লোগানে, বিক্ষোভে ফেটে পড়েন। এবার সেই ধারাবাহিক প্রতিবাদে শামিল হলেন জেলার বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ও সাধারণ মুসল্লীরা। মঙ্গলবার বিকেল ২টার দিকে শহরের প্রেসক্লাব চত্তরে  ফুলতলীপন্থী ইমাম,মুয়াজ্জিন ও মুসল্লী সমন্বয় পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক ও মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শামছুল ইসলাম এর সভাপতিত্ত্বে ও সদস্য সচিব মাওলানা মুহিবুর রহমানের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) ইমাদ-উদ দীন, হাফিজাখাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাওলানা মকবুল হোসেন, সৈয়দ ইউনুস আলী, মাওলানা আব্দুল আলীম, মোঃ সিরাজুল ইসলাম সিদ্দিকী, হাফেজ এনামুল হক, মোঃ বজলুর রহমান, মাওলানা আব্দুল মুক্তাদির, হাফেজ শামিম আহমদ ও বাজার জামে মসজিদ এর ইমাম, হাফেজ সিহাব উদ্দিন প্রমুখ।

বক্তারা মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তা ও তথাকতিত শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির ব্যাপক সমালোচনা করে তার প্রত্যেক্ষ মদদে সেদেশের রাখাইন (আরাকান) রাজ্যে সংখ্যালঘু নিরিহ রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম বর্বর গণহত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করে জাতিসংঘের অধিনে শান্তি রক্ষী মোতায়েনের দাবী জানান, বক্তারা বলেন, যে আরাকান একসময়ে মুসলমানরা শাসন করেছে এবং সে রাজ্যে মুসলমানদের গৌরবোজ্জল ইতিহাস রয়েছে সেখান থেকে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ শাসিত সামরিক জান্তা সরকার ও তার দোসররা মুসলমানদের নাগরিকত্ব না দিয়ে সকল অধিকার থেকে বঞ্চিত করে দেশ থেকে বের করে দিয়ে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে।

(একে/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test