E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় সরকারি ত্রানের চাল কালো বাজারে বিক্রির চেষ্টা

২০১৭ সেপ্টেম্বর ২০ ১৭:৪৯:৪২
কেন্দুয়ায় সরকারি ত্রানের চাল কালো বাজারে বিক্রির চেষ্টা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বি.এন.পির সভাপতি আলী আকবর তালুকদার মল্লিকের বিরুদ্ধে মামলা থাকায় উপজেলা প্রশাসন বুধবার ওই ইউনিয়নে পুনরায় বরাদ্দকৃত ত্রানের চালের ছাড়পত্র দিয়েছে ইউনিয়ন পরিষদের সচিবের নামে।

জানা যায়, সরকারি বরাদ্দকৃত ত্রানের চাল আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিতরণ না করে ৮শ কেজি চাল কালো বাজারে বিক্রির চেষ্টা করেন বলাইশিমুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বি.এন.পির সভাপতি আলী আকবর তালুকদার মল্লিক। এ ঘটনার সত্যতা পেয়ে গত ২৯ আগষ্ট উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামী থাকায় সরকারি নীতিমালা মোতাবেক ইউপি চেয়ারম্যানের নামে আর কোন অর্থনৈতিক বিষয়ে ছাড়পত্র দেবে না উপজেলা প্রশাসন।

এর সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, মামলায় দোষী সাবস্ত্য হলে তিনি চেয়ারম্যানের পদ হারাবেন। আর মামলা শেষ না হওয়া পর্যন্ত সরকারি নীতিমালা মোতাবেক ওই চেয়ারম্যানের নামে আর কোন ছাড়পত্র বা কোন চেক প্রদান করা যাবে না।

বুধবার ইউনিয়ন পরিষদ সচিবের নামে ৩শ ৭৬ জন আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে বিতরনের জন্য ১১ হাজার ২শ ৮০ কেজি চালের ছাড়পত্র দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া প্রতিজনকে নগদ ৫শ টাকা করে বিতরনের জন্য ১ লাখ ৮৮ হাজার টাকাও দেয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে মামলার ৩ আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ত্রানের চাল ইউপি চেয়ারম্যান মল্লিকের নির্দেশে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে ৩ চাকা বিশিষ্ট্র অটো রিকশা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়।

(এসবিএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test