E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় শিক্ষকের ওপর হামলা প্রতিবাদে ক্লাস বর্জন, সমাবেশ ও মানববন্ধন

২০১৭ সেপ্টেম্বর ২০ ১৯:৫৮:৫১
লোহাগড়ায় শিক্ষকের ওপর হামলা প্রতিবাদে ক্লাস বর্জন, সমাবেশ ও মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বখাটে ছাত্রের হামলায় শিক্ষক আহত হওয়ার ঘটনায় হামলাকারী শিক্ষার্থীকে দ্রুত গ্রেফতারের দাবীতে ইতনা এলাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং এলাকাবাসী সমাবেশ ও মানববন্ধন করেছে।

বুধবার দুপুরে ইতনা চৌরাস্তায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীসহ শিক্ষকরা ক্লাস বর্জন করে বখাটে ছাত্র পারভেজকে দ্রুত গ্রেফতারের দাবীতে সমাবেশ ও মানববন্ধন করেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি বিশ্বনাথ গাঙ্গুলী,অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী, শেখ নজরুল ইসলাম, রিয়াজউদ্দীন ডাবলু, সহঃ অধ্যাপক আমিরুল ইসলাম, ফরিদ আহমেদ,প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মাহাবুর রহমান, শিক্ষক আতাউর রহমান ফিরোজ, রিয়াজ উদ্দীন, শিক্ষার্থী সেতু খানম, লিপি খানম মামুন সমাদ্দার প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর ছাত্র পারভেজ গত সোমবার বিদ্যালয়ের ক্লাস চলাকালে ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। এ সময় শিক্ষক পংকজ কুমার ওই ছাত্রকে ছাত্রীদের উত্যক্ত করতে নিষেধ করে। ওই ছাত্র ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকালে শিক্ষক তার স্ত্রী শিক্ষিকা আরতি সরকারকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বখাটে ছাত্র লাঠি দিয়ে উভয়কে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। এলাকাবাসি ওই শিক্ষক দম্পতিকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। আহত শিক্ষক বাদি হয়ে ছাত্র পারভেজ কে আসামী করে লোহাগড়া থানায় সোমবার রাতে মামলা করে।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

(আরএম/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test