E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর পক্ষে কেন্দুয়া আটপাড়া পূজা কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন অপু উকিল

২০১৭ সেপ্টেম্বর ২২ ১৪:৪১:২৪
প্রধানমন্ত্রীর পক্ষে কেন্দুয়া আটপাড়া পূজা কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন অপু উকিল

সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নেত্রকোনা-৩ কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকার সকল শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দসহ সকলকে শারদীয় শুভেচ্ছা জানাবেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল।

আগামীকাল শনিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরের সাউদ পাড়াস্থ তার নিজ বাসভবন প্রাঙ্গনে শত শত লোকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। অপু উকিলের স্বামী বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে চীন সফরে যাওয়ায় তার পক্ষ থেকেও সকলকে শারদীয় শুভেচ্ছা জানাবেন তিনি।

অধ্যপক অপু উকিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে যার যার ধর্ম কর্ম স্বাধীন ভাবে পালন করছি। কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনিতি করে, যারা সাম্প্রদায়িক কথা বলে দেশে বিশৃংখলা পরিবেশ সৃষ্টি করতে চায়, যারা জঙ্গীবাদের মদদদাতা তারা দেশ ও জাতীর শত্রু সমাজের শত্রু। তাদের কথা বিশ্বাস না করে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে অসম্প্রাদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান।

তিনি ধর্ম বর্ণ নির্বেশেষে সকলকে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ভাবে উদযাপনের ক্ষেত্রে সহযোগীতা করার পাশাপাশি রোহিঙ্গা শরনার্থীদের সহযোগিতার আহবান জানান।

(এসবিএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test