E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গর্হিত কাজ করেছেন প্রধানমন্ত্রী : মোশাররফ

২০১৭ সেপ্টেম্বর ২৩ ১৪:০৭:৩৯
গর্হিত কাজ করেছেন প্রধানমন্ত্রী : মোশাররফ

স্টাফ রিপোর্টার : ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সমালোচনা করে প্রধানমন্ত্রী গর্হিত কাজ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পলিটিক্স স্টাডিজ (বিপস) ‘আয়োজিত বিচার বিভাগ-সরকার বাহাস : বাংলাদেশে আইনের শাসনের ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন, রোহিঙ্গা ইস্যুকে সামনে রেখে আজকে সরকার সুকৌশলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনের শাসনের বিষয়টি থেকে দৃষ্টি হয় তো অন্যদিকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে।

বিচার বিভাগ ও সরকার বিভেদে জড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রেক্ষাপটে আজকে বিচার বিভাগকে, নির্বাহী বিভাগকে এবং আইন বিভাগকে একে অন্যের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। রায় প্রকাশের পরে আওয়ামী লীগের নেতারা এত কুরুচিপূর্ণ কথা বলেছেন, তা অত্যন্ত দুঃখজনক।

বিএনপির এই নেতা বলেন, এই প্রধান বিচারপতি কে? যিনি এই আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। শেখ হাসিনার সরকারের অধীনে তিনি আপিল বিভাগ থেকে পদোন্নতি পেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রায়ে যেসব মন্তব্য করা হয়েছে তার সঙ্গে সরকারের কৃতকর্মের মিল রয়েছে। সে জন্য এটা তাদের গায়ে লেগেছে। রায়ের বিরুদ্ধে আইনগত সুযোগ আছে। কেন আপনারা এত কথা বললেন। আপনারা আপনাদের (আওয়ামী লীগ) সাধারণ সম্পাদককে প্রধান বিচারপতির বাসায় পাঠিয়েছেন, গোয়েন্দা সংস্থার লোক পাঠিয়েছেন, সকলের সামনে প্রধান বিচারপতিকে ধকম দিয়েছেন, তার ওপর চাপ সৃষ্টি করেছে।

এখন যদি আপিলে এই রায়ের কোন অংশ বাদ পড়ে, তাহলে আমরা যদি মনে করি চাপ প্রয়োগের কারণে রায় পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের দেশে আইনের শাসনের কী হবে? প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা।

রোহিঙ্গা ইস্যুতে সরকার কুটনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, যখন চীনের রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছিলেন, প্রধানমন্ত্রী দাবি করেছিলেন বাংলাদেশের চীনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক আকাশচুম্বি। ভারত থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী বললেন বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক হিমালয়ের পরিমাণ উচ্চতায়। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা সংকট যখন হলো, তখন চীন ও ভারত উভয় মিয়ানমারের পক্ষে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, সাংবাদিক শওকত মাহমুদ প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test