E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চালের কেজি ১৬ টাকা হওয়ায় আন্দোলন করেছিল আ.লীগ : নোমান

২০১৭ সেপ্টেম্বর ২৬ ১৫:০৪:৩১
চালের কেজি ১৬ টাকা হওয়ায় আন্দোলন করেছিল আ.লীগ : নোমান

স্টাফ রিপোর্টার : বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন চালের দাম প্রতি কেজি মাত্র ১৬ টাকা হওয়ার পরও আওয়ামী লীগ আন্দোলন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

দেশে নিরব দুর্ভিক্ষ চলছে দাবি করে তিনি বলেন, চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এটি এখন আর জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নেই।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দেশে একটি অব্যাহত অরাজকতা পরিস্থিতি চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এখন জনগণ কোনো কথা বলতে পারে না। একটি গণতান্ত্রিক সরকারই কেবলমাত্র এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে পারে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট ত্রিমুখী সমস্যা। আমরা আগেই বলেছি এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। তার জন্য দেশের সকল মানুষের মধ্যে জাতীয় ঐক্য গঠন করে কৌশল গ্রহণ করা প্রয়োজন। কিন্তু সরকার এটিকে বিদ্রুপ করেছে। আমরা সরকারকে বলতে চাই বিএনপি তাদের সঙ্গে আলোচনা করতে চায় না। রোহিঙ্গা সংকট নিয়ে জাতির সাথে ঐক্য করতে চায়।

নোমান বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান সহজে হবে না। এই সমস্যার সমাধান আন্তজাতিক পর্যায়ে হতে হবে। দ্বিপক্ষীয়ভাবে সম্ভব নয়। কিন্তু সরকার বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে কোনো প্রস্তাব গ্রহণ করা হয় নাই।

একই আলোচনা সভায় প্রধান আলোচকের আলোচনায় বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর কথা বলেছিলেন তখন বিএনপির আমলে ১৬ টাকা চালের মূল্য ছিল। তিনি সেখান থেকে ৬ টাকা কমিয়ে ১০ টাকা করার কথা বলেছিলেন। কিন্তু এখন তো ৭০-৮০ টাকা কেজি। তিনি খাদ্য নিরাপত্তার কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী যা বলেন তা তিনি করেন না। তিনি যা করেন তা কখনও বলেন না।

আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. মাইনুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মুহম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের, মো. রহমত উল্লাহ, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test