E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে উন্মাদ বিএনপি’

২০১৭ অক্টোবর ০৬ ১৫:১৪:১৯
‘ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে উন্মাদ বিএনপি’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ায় বিএনপির কোনো গভীর ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এ কারণে এখন তারা উদ্বিগ্ন হয়ে উন্মাদের মতো আচরণ করছে।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া গণসংবর্ধণার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, প্রধান বিচারপতি একজন মানুষ। তাই তিনি অসুস্থ হতেই পারেন। এ নিয়ে বিএনপি বিচলিত কেন?

গণসংবর্ধণা বিষয়ে তিনি বলেন, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া গণসংবর্ধণা কোনো রাজনৈতিক শোডাউন নয়। রোহিঙ্গা সমস্যা সফলভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং দেশের সার্বিক উন্নয়েনের রূপকার হিসাবেই এ সংবর্ধণা দেয়া হচ্ছে।

হানিফ বলেন, এ গণসংবর্ধণা আওয়ামী লীগ সভাপতির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। ৮০ শতাংশেরও বেশি মানুষের আস্থা এখন প্রধানমন্ত্রীর প্রতি। তাই যেকোনো নির্বাচনেই বিজয়ী হওয়ার ক্ষমতা রাখে আওয়ামী লীগ। বিএনপির মতো ষড়যন্ত্রকারীদের পক্ষে জনগণ থাকবে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যানজট রোধে দলীয় নেতাকর্মীদের সকাল সাড়ে ৮টার মধ্যে ফুটপাতে অবস্থান নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে আগামীকাল শনিবার সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে সরকারের জোরালো অবস্থান তুলে ধরায় এবং আন্তর্জাতিক মহলে প্রধানমন্ত্রীর অবস্থান প্রশংসিত হওয়ায় তাকে সংবর্ধণা দেবে আওয়ামী লীগ।

বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দু’পাশে দাঁড়িয়ে ফুলের শুভেচ্ছা জানাবে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা। এরই মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে।

(ওএস/এসপি/অক্টোবর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test