E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজ মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২০১৭ অক্টোবর ০৬ ১৫:৫৩:০৪
সিরাজ মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার এক শোক বিবৃতিতে তার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের অফিস সহকারী মো. সিরাজ মিয়ার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম মো. সিরাজ মিয়ার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দলের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

অন্য এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপিও সিরাজ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মো. সিরাজ মিয়া বৃহস্পতিবার রাত ৩টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর এবং তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজ মিয়ার প্রথম জানাজা মগবাজারের মধুবাগ নয়াটোলা ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ আছর আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার পর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। জানাজায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

(ওএস/এসপি/অক্টোবর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test