E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘একাদশ নির্বাচন অংশগ্রহণমূলক হবে’

২০১৭ অক্টোবর ০৯ ১৬:৫৭:০৪
‘একাদশ নির্বাচন অংশগ্রহণমূলক হবে’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় সফররত ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব। সোমবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক সূত্রে তার এই বক্তব্যের কথা জানা গেছে।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, রাম মাধব বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে আওয়ামী লীগ নেতাদের কাছে জানতে চেয়েছেন। বাংলাদেশে নির্বাচনী প্রচারণা কেমন হয়, কী ধরনের স্লোগান হয় এসব বিষয়েও জানতে চেয়েছেন। সকালের নাশতার পরে ২০ মিনিটের এই বৈঠকে রাম মাধব আরও বলেন, এরপরে বাংলাদেশে আসলে ঢাকার বাইরেও যাব।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে রাম মাধব বলেন, রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের সৃষ্ট সমস্যা। তাদের এই সমস্যা তাদেরই সমাধান করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ভারতও কাজ করবে। তারাও বিশ্বাস করে যে আন্তর্জাতিকভাবে এই সমস্যা সমাধানের জন্যে যে রূপরেখা দেয়া হয়েছে তা সঠিক।

বৈঠকে দুই দেশের ক্ষমতাসীন দুই দলের পারস্পারিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। দুই দেশের সম্পর্ক বৃদ্ধি করার ব্যাপারে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

(ওএস/এসপি/অক্টোবর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test