E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নির্বাচনী রোড ব্লক করার প্রস্তাব দিয়েছে বিএনপি’

২০১৭ অক্টোবর ১৭ ১৩:৫৬:২৮
‘নির্বাচনী রোড ব্লক করার প্রস্তাব দিয়েছে বিএনপি’

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দেয়া বিএনপির ২০ দফা প্রস্তাব নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের নয় বরং তা নির্বাচনী রোড ব্লক (বাধাগ্রস্থ) করার প্রস্তাব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সমসাময়িক রাজনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন কমিশনের ২০ দফা প্রস্তাব দিয়েছে। সেই বিষয়ে কথা বলতে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি।’

তিনি বলেন, ‘বিএনপির প্রস্তাব নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নের জন্য নয়, রোড ব্লক করার জন্য। কোনো কোনো প্রস্তাব অযৌক্তিক ও অস্বাভাবিক। এগুলো অযৌক্তিক-অস্বাভাবিক প্রস্তাবের পাহাড়। বেশির ভাগ প্রস্তাব আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) পরিপন্থী ও নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে।’

সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে বিএনপির প্রস্তাব অযৌক্তিক প্রস্তাব বলেও মন্তব্য করেন জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু।

(ওএস/এসপি/অক্টোবর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test