E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শয়তানের বাছুর তারেক রহমান : মোফাজ্জল হোসেন চৌধুরী

২০১৪ এপ্রিল ১২ ১৪:২৬:৩৮
শয়তানের বাছুর তারেক রহমান : মোফাজ্জল হোসেন চৌধুরী

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘শয়তানের বংশধর’ এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘শয়তানের বাছুর’ হিসেবে অভিহিত করেছেন।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় শনিবার দুপুরে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, খালেদা জিয়া শয়তানের বংশধর। তার মৃত্যু না হওয়া পর্যন্ত এদেশে কোনো শান্তি আসবে না। এখন তাকে সাংগঠনিকভাবে শায়েস্তা করতে হবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, শয়তানের বাছুর তারেক রহমান মুক্তিযুদ্ধের সময় শয়তানের সঙ্গে ক্যান্টনমেন্টে ছিল। সে তো মুক্তিযুদ্ধ দেখেনি, এ বাছুর কোনো পাগল না। বাছুর যা বলেছে তা সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ। তারা (বিএনপি) বুঝতে পেরেছে আন্দোলন করে শেখ হাসিনার কিছু করা যাবে না। তাই তারা মিথ্যাচার শুরু করেছে, এ মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই শুরু করতে হবে।

নগর আওয়ামী লীগের এ নেতা বলেন, এমন কোনো শক্তি নেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারে। পাঁচ বছরের আগে ক্ষমতা থেকে নামবো না। আমাদের ইতিহাস ধৈর্য্যের ইতিহাস। মহানগরের ইতিহাস কলঙ্কমুক্ত ইতিহাস। তারেক লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য দিয়ে জাতির উপর যে কলঙ্ক লাগিয়েছে তা থেকে মুক্তি পেতে হলে এ বাছুরের বিরুদ্ধে লড়াই করতে হবে।

এ সময় টাকার অভাবে খালেদা জিয়া বাড়ি ভাড়া দিতে পারছে না বিএনপি নেতাদের এমন বক্তব্যকে সম্পূর্ণ ভাওতাবজি দাবি করেছেন ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, তারেক রহমান লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরও তথ্যমন্ত্রণালয় নিশ্চুপ কেন? ভারতের সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সংবাদ তাদের কোনো পত্রিকায় প্রকাশ করা হয় না। অথচ তারেকের মতো একজন ফেরারি আসামির খবর আমাদের দেশের পত্রিকায় প্রকাশ করা হয়। তার সংবাদ প্রকাশে ব্যবস্থা নেওয়া উচিত। এ বাকসন্ত্রাস বন্ধ করতে হবে।

পহেলা বৈশাখ, ১৫ এপ্রিল কোতয়ালী থানা আওয়ামী লীগের সম্মেলন ও ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ। সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

(ওএস/এটি/এপ্রিল ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test