E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশৃংখল বিএনপি ক্ষমতায় এলে দেশের কী হবে : কাদের 

২০১৭ অক্টোবর ২০ ১৪:৫২:১৪
বিশৃংখল বিএনপি ক্ষমতায় এলে দেশের কী হবে : কাদের 

স্টাফ রিপোর্টার : বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির যে পরিমাণ নেতাকর্মী খালেদার অভ্যর্থনায় উপস্থিত ছিল, তার চেয়ে প্রাধানমন্ত্রীর গণসংবর্ধনায় আওয়ামী লীগের মহিলা নেতাকর্মীর সংখ্যাই বেশি ছিল। কিন্তু আমাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়নি, আমাদের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দু’ধারে অবস্থান নিয়েছিল। আর বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলভাবে রাস্তায় নেমে এসেছিল। এমন বিশৃঙ্খল একটি দল আগামীতে ক্ষমতায় এলে দেশের কী অবস্থা হবে?’

শুক্রবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও দলের নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে বিচারের নামে অসম্মান করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ১৫০ বারেরও বেশি সময় নেয়ার পাশাপাশি ৮ মাস মামলার বিচারকে বিলম্বিত করেছেন। এখন তিনিই হেনস্তার অভিযোগ করছেন! আসলে বিচারপ্রক্রিয়াকে বিলম্বিত করে তিনিই আদালতকে হেনস্থা করছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থিত আইনজীবীরা হাতাহাতি করে প্রমাণ করেছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা আইন মানেন না।’

আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে কাদের বলেন, ‘নির্বাচনী এলাকায় যাদের জনপ্রিয়তা আছে শুধু তাদেরই মনোনয়ন দেয়া হবে। যারা ইতোমধ্যে জনপ্রিয়তা হারিয়েছেন তাদের সম্পর্কেও খোঁজ রাখা হচ্ছে।’

নতুন সদস্য সংগ্রহ অভিযানে নারী এবং নতুন ভোটারদের অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানান কাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি একে এম রহমত উল্লাহ।

(ওএস/এসপি/অক্টোবর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test