E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার পরিচালনায় নারীদের অবস্থান সুসংগঠিত হয়েছে’

২০১৭ অক্টোবর ২৩ ১৪:৫৫:৪৬
‘সরকার পরিচালনায় নারীদের অবস্থান সুসংগঠিত হয়েছে’

স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সরকার পরিচালনায়, নীতি নির্ধারণে, ব্যবসায়, বিচার কার্যক্রমে, আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীতে, আন্তর্জাতিক শান্তি রক্ষায় ও শ্রমবাজারে এমকি নির্বাচন কমিশনে তাদের অবস্থান সুসংগঠিত হয়েছে।

বুধবার রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত নারী নেত্রীদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ সব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সংলাপের সভাপতিত্ব করেন। সংলাপে ২২ জন নারী নেত্রীকে আমন্ত্রণ জানালেও অংশ নিয়েছেন ১৩ জন।

সিইসি বলেন, আপনাদের সঙ্গে সংলাপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করি। আপনাদের অবদান হেয় করে দেখার সুযোগ নেই। আপনারা নারী সমাজের প্রতিনিধি হয়ে সংলপে এসেছেন। আপনাদের সকলের কথা শুনবো। পরামর্শগুলো আমলে নিব।

নারীদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অনেকবার আন্দোলন করতে হয়েছে জানিয়ে সিইসি বলেন, কেউ অনুকম্পা করে তাদের অধিকার প্রতিষ্ঠা করে দেয়নি।নিজেরাই তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এমন দিন ছিল নারীদের রাজনীতিতে প্রতিনিধিত্ব করাতো দূরের কথা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল না।

(ওএস/এসপি/অক্টোবর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test