E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দলীয় কার্যালয়ে আনোয়ারকে বিএনপির শেষ শ্রদ্ধা

২০১৭ অক্টোবর ২৪ ১৩:৪৮:৩১
দলীয় কার্যালয়ে আনোয়ারকে বিএনপির শেষ শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। আজ দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এম কে আনোয়ারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের শীর্ষনেতারাও।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এম কে আনোয়ারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যার আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাজাহান ওমর, মেজর (অব) হাফিজ উদ্দিন, শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে, কাঁটাবন জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

আজ এম কে আনোয়ারের তৃতীয় জানাজা জাতীয় সংসদ ভবনে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। রাতে বারডেম হাসপাতালের হিমাগারে এম কে আনোয়ারের মরদেহ রাখা হবে।

বুধবার কুমিল্লার তিতাসে চতুর্থ জানাজা ও নিজ এলাকা হোমনায় পঞ্চম জানাজা শেষে বর্ষীয়ান এই নেতাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করেন এম কে আনোয়ার। তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। চাকরি জীবন থেকে অবসর নিয়ে নব্বইয়ের দশকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।

(ওএস/এসপি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test