E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নির্বাচনের আগে সংবিধানে হাত দেয়ার সুযোগ নেই’

২০১৭ অক্টোবর ২৫ ১৮:০৪:৪৯
‘নির্বাচনের আগে সংবিধানে হাত দেয়ার সুযোগ নেই’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের আগে সংবিধানে হাত দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (বুধবার) বেলা ১১টায় সেতু ভবনে ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় আসে, তাহলে তারা মনের মাধুরি মিশিয়ে সংবিধান পরিবর্তন করতে পারবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সহায়ক সরকারের কথা বলছে। এখন শুনি তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে। আসলে তারা কখন কী চায়, তা তারা ছাড়া আর কেউ জানে না।’

তিনি বলেন, ‘নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। সেক্ষেত্রে সরকার তাদের সহযোগিতা করবে।’

রোহিঙ্গা সংকট সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভারতের মানসিকতার ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে, তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া খুব সহজ হবে না। বিশ্ব জনমতও আরো জোরদার হচ্ছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে। ইন্ডিয়াও আগের চেয়ে তাদের সুর আরো জোরদার হয়েছে। ইন্ডিয়াও তাদের চাপ প্রদান শুরু করে দিয়েছে বলে আমাদের মনে হয়।’

বৈঠক শেষে ব্রিফিংয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা জানান, ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতেও কথা হয়েছে। তিনি বলেন, কফি আনান কমিশন বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব।

'বিএনপি আবারো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে'

এদিকে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন। আওয়ামী লীগ সরকারের পুনরায় ক্ষমতার চার বছর পূর্তি উপলক্ষে বিএনপি আবারো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক মানববন্ধনে হাছান মাহামুদ বলেন, বিএনপি আবারও আন্দোলনের নামে জনগণকে অবরুদ্ধ করতে চায়, পুড়িয়ে মারতে চায়। এমন করলে ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে পেট্রোল বোমা বাহিনীকে রুখে দেওয়া হবে।’

হাছান মাহামুদ বলেন, ‘বিএনপির রাজনীতিতে পচন ধরেছে। তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে পুরোপুরি সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে।’

(ওএস/এসপি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test