E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'সেনা মোতায়েন না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না'

২০১৭ অক্টোবর ২৭ ১৪:৩০:৩৪
'সেনা মোতায়েন না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না'

স্টাফ রিপোর্টার : নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সহায়ক সরকার গঠনের প্রতি আবারও জোর দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকার না করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সেনা মোতায়েনের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকালীন সরকার যদি অর্জন না হয়, সংসদ যদি ভেঙ্গে দেওয়া না হয় এবং নির্বাচনে সেনা মোতায়েন যদি না করা হয় তাহলে সেই নির্বাচন অর্থবহ হবে না। গ্রহণযোগ্য হবে। আগে যে সংকট সেটা থেকেই যাবে। সরকার ও নির্বাচন কমিশনকে এ উদ্যোগ নিতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আগেই বলেছি, নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো, আইওয়াশ। সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে সেনা মোতায়েন না করলে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।’

(ওএস/অ/অক্টোবর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test