E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূমিমন্ত্রীর ছেলে তমালকে যুবলীগ থেকে বহিষ্কার

২০১৭ ডিসেম্বর ১৪ ১৮:৩৯:০২
ভূমিমন্ত্রীর ছেলে তমালকে যুবলীগ থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাকে বহিষ্কার করেছে যুবলীগ।

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বৃহস্পতিবার সাংবাদিকদের এ সিদ্ধান্তের তথ্য জানান।

শিরহান শরীফ তমাল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় চার সাংবাদিককে মারধরের ঘটনায় বুধবার তাকে কারাগারে পাঠান পাবনার আদালত।

যুবলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ নাসিম পাভেল জানান, ‘গত এক বছরে তমালের নানা অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দলের মধ্যে গ্রুপিং ও নিজ দলের কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুরসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।’

যুবলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের এক ঘটনায় গত মে মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের ঈশ্বরদী উপজেলা কমিটি স্থগিত করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় দুই মাস কারাগারে থাকার পর জামিন পান তমাল। জামিনে থাকা অবস্থায় গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় তমাল ও তার সহযোগীদের মারধরের শিকার হন চার সাংবাদিক।

(ওএস/অ/ডিসেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test