E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

'আগামী নির্বাচনে ফরিদপুরের ৪ আসনই শেখ হাসিনাকে উপহার দিব'

২০১৭ ডিসেম্বর ২১ ২৩:০৬:৩৩
'আগামী নির্বাচনে ফরিদপুরের ৪ আসনই শেখ হাসিনাকে উপহার দিব'

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ফরিদপুরের ৪টি আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে জয়লাভ করিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব।

তিনি বৃহস্পতিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়নের খৈলাশপট্রি হাজি বাড়ী মাঠে এক বিশাল জনসভায় একথা বলেন।

তিনি আরো বলেন, দলের সকল ভেদাবেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংসদ উপনেতার পুত্র ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফায়েকুজ্জামান ফকির মিয়া, জেলা পরিষদের সদস্য খোন্দকার জাকির হোসেন নিলু, আব্দুর রব মোল্যা,ইউপি চেয়ারম্যান আব্দুর সোবহান মিয়া, কাজী আবুল কালাম, হাবিবুর রহমান হামেদ, কবির হোসেন ঠান্ডু, আরিফ হোসেন, খায়রুজ্জামান বাবু, হাবিবুর রহমান লাভলু, মিজানুর রহমান মিজান, নগরকান্দা শহর আ.লীগের সভাপতি মুন্নু মাতুব্বর, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বলভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী দেলোয়ার হোসেন, সালথা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ মোল্যা, আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, মশিউর রহমান মশি, নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম তালুকদার, সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আল আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান, সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান প্রমূখ।

(এনএস/অ/ডিসেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test